ক্রিকেটে অনেকেই ভালো পারফরম্যান্সের পাশাপাশি তার মার্জিত আচরণের জন্য ভক্তদের কাছে প্রিয় হয়ে ওঠেন। অনেকে আবার ভালো পারফরম্যান্সের পরও প্রিয় হয়ে উঠতে পারে না তার অনাকাঙ্খিত আচরণের কারণে। মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই ভালো পারফরম্যান্সের সাথে ভালো আচরণ দেখতে পছন্দ করেন ভক্তরা। এবার প্রকাশিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে ঘৃণিত একাদশ। টাইগার ভক্তদের অভিযোগ, অখেলোয়াড় সুলভ কথাবার্তার জন্য ঘৃণিত এ তালিকায় স্থান করে নিয়েছেন তারা এ ক্রিকেট তারকারা। যেখানে ভারতীয় ক্রিকেটারদের আধিক্য। চলুন জেনে নেই কারা রয়েছেন এই ঘৃণিত একাদশে। ১. বীরেন্দ্র শেওয়াগ: এক সময়ের হার্টহিটার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনার। ইনিংসের শুরুতে তার ঝড়ো ব্যাটিং জয়ের ভিত গড়ে দিত। তবে তিনি বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলায় বাংলাদেশী ক্রিকেটভক্তদের কাছে ঘৃণিত ক্রিকেটার হিসেবে পরিচিত। ২. শিখর ধাওয়ান: বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ। তিনি একজন বিগ হিটারও বটে। তবে তার আক্রমণাত্নক আচরণের কারণে তিনিও ঘৃণিত ক্রিকেটারদের তালিকায় স্থান দখল করে রেখেছে। ৩. বিরাট কোহলি: এ যুগের সেরা ব্যাটসম্যান তিনি। তার ব্যাটে সব সময়ই চলে রানের ফোয়ারা। তিনি যত ভালো ক্রিকেটার, তত বড় মন্দ লোক ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে এমন কথা প্রচলিত। তার বাজে আচরণের কারণে ক্রিকেটভক্তদের কাছে ঘৃণিত তিনি। যেকোনো মূল্যে জিততে হবে এই মনোভাব অনেক সময় তাদেরকে নীতি বহির্ভূত কাজ করতে তাড়িত করেছে। এজন্যই বিশ্বের সেরা এ ব্যাটারকে ঘৃণিত ক্রিকেটারদের তালিকায় রেখেছে বাংলাদেশী ক্রিকেট ভক্তরা। ৪. বেন স্টোকস: সিমিং অলরাউন্ডার তিনি। আধুনিক ক্রিকেটের ইংল্যান্ড দলের অন্যতম ভরসার নাম। বাংলাদেশে অনুষ্ঠিত ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজে টাইগারদের উদযাপন নিয়ে নেতিবাচক মন্তব্য করায় টাইগারভক্তদের ঘৃণিত একাদশে জায়গা করে নেন। ৫. মোহাম্মদ আজহারউদ্দিন: তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডল-অর্ডার ব্যাটসম্যান বলা হয়ে থাকে। এই কিংবদন্তির আন্তর্জাতিক রান ১৫ হাজারের বেশি। ২০০০ সালে ম্যাচ-ফিক্সিং স্ক্যান্ডালের সঙ্গে জড়িত থাকার কারণে তিনি ভক্তদের কাছ জনপ্রিয়তা হারান। তিনি বাংলাদেশ এবং ভারত দুদেশেই সমান ঘৃণিত। ৬. মাহেন্দ্র সিং ধোনি: বিশ্বসেরা ফিনিশার এবং ভালো অধিনায়ক হিসেবেও বেশ সুনাম। তবে তিনি বাংলাদেশী ভক্তদের কাছে খুবই ঘৃণিত একটি নাম। ২০১৫ সালের বাংলাদেশের তরুণ বোলার মোস্তাফিজুর রহমানকে অযথা ধাক্কা দিয়ে এই ঘৃণিত লিস্টে স্থান করে নেন। ৭. রবীচন্দ্রন অশ্বিন: ভারতের অন্যতম সেরা স্পিনার। তবে বাংলাদেশের হারে আনন্দ প্রকাশ করে ঘৃণিত ক্রিকেটারের তালিকায় স্থান করে নিয়েছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট নিয়ে বার বার কটু কথা বলে এই তালিকার স্থায়ী বাসিন্দা তিনি। ৮. রশিদ খান: বয়স নিয়ে বিতর্ক থাকলেও প্রতিভা নিয়ে কোন বিতর্ক নেই। তার ক্রিকেটীয় প্রতিভা দিয়ে ইতোমধ্যে সকলের নজর কারতে সামর্থ্য হয়েছেন। অতিরিক্ত আগ্রাসী ও বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কথা বলে তিনিও রয়েছেন এ তালিকায়। ৯. ডেল স্টেইন: বিশ্বের সেরা বোলার, প্রতিভা নিয়ে কোন বিতর্ক নেই। তবে বাংলাদেশী ক্রিকেট নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশী ক্রিকটভক্তদের কাছে অপ্রিয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন। ১০. ওয়াহাব রিয়াজ: দলে নিয়মিত নন, মাঝে মধ্যে সুযোগ মেলে জাতীয় দলে। ২০১৫ বিশ্বকাপে এক স্পেল নজর কাড়া বোলিং দিয়ে তাক বিশ্বকে তাক লাগিয়ে দেন। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে একবার ৫ উইকেট নেয়া ছাড়া বলার মতো তেমন কোন পারফরম্যান্স নেই। তবে বলে গতি রয়েছে বেশ। বলের গতি সাথে অপরিপক্ক বেফাঁস কথার গতির কারণে টাইগার ক্রিকেট ভক্তদের কাছে কাছে ঘৃণিত। ১১. রমিজ রাজা: একজন সাবেক পাকিস্তানী ডান-হাতি ব্যাটসম্যান ক্রিকেটার, যিনি ১৯৮০ এবং ১৯৯০ দশকের সময় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। তিনি একটি ম্যাচ বা দুইটি ম্যাচের জন্য জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেনে। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর থেকে তিনি ভারতীয় টেলিভিশন চ্যানেলে ভাষ্যকার হিসেবে কাজ করছেন। সাম্প্রতিককালে তার বিভিন্নধরনের ধারাভাষ্য বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট নেতিবাচক উক্তির প্রমাণ পাওয়া গেছে। ফলে টাইগার ভক্তদের কাছে তিনি ঘৃণিত ক্রিকেটার হিসেবে পরিচিতি পান। ১২. মরগান: আয়ারল্যান্ডের খেলোয়াড় হলেও ইংল্যান্ডের হয়ে মাঠ মাতাচ্ছেন। এখন তিনি ইংল্যান্ডের অধিনায়ক। ইংলিশ ক্রিকেটের মিডল অর্ডার তার হাতেই। তবে বাংলাদেশ ক্রিকেটকে অবহেলা করে বাংলাদেশ সফরে না এসে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলায় টাইগার ভক্তদের কাছে ঘৃণিত ক্রিকেটারদের তালিকায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্থান দখল করে রেখেছে। এন এ/ ০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W7Xs42
June 01, 2019 at 07:28AM
01 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top