লন্ডন, ২০ জুন- কিছুদিন আগেও বেশ অগোছালো ছিল দলটি। কিন্তু ভারত সফর থেকেই হঠাৎ করে বদলে যেতে থাকে তারা। ফিরে যেতে থাকে তাদের সেই পুরনো ঐতিহ্যে। বিশ্বকাপ সামনে রেখে পুরো ফর্মে ফিরে আসে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপও তারা শুরু করে অন্যতম ফেবারিট হিসেবে। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে অসিরা। ১টি ভেসে গেছে বৃষ্টিতে। বাকি ৪ ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে অ্যারোন ফিঞ্চের দল। সেই অসিদের সামনে এবার বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। বাংলাদেশও এখনও পর্যন্ত খেলেছে ৫ ম্যাচ। যার মধ্যে একটি ভেসে গেছে বৃষ্টিতে। দুটিতে বাংলাদেশ জিতেছে এবং হেরেছে দুটিতে। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। বাকি চার ম্যাচের মধ্যে অন্তত তিনটিতে তো জিততেই হবে। সেই চার ম্যাচে কেবল আফগানিস্তান ছাড়া বাকি তিনটিতেই শক্তিশালী প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তান। যার প্রথমটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। টনটনের মত ট্রেন্টব্রিজেও যদি বাংলাদেশ জ্বলে উঠতে পারে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে সেমিতে ওঠার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে বাংলাদেশের। সে অসম্ভবকে কি সম্ভব করতে পারবে টাইগাররা? পারবে কি অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়ে দিতে! অনেকেই হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছেন, ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে কেন অস্ট্রেলিয়াকে পারবে না? তবে সেই অনেকের দলে যেতে পারলেন না বাংলাদেশ দলের কোচ মাশরাফি বিন মর্তুজা। তিনি থাকলেন বাস্তবেই। বাস্তব অবস্থা এবং পরিস্থিতি বিবেচনা করেই কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হারাতে হলে তাদের আগের ম্যাচের মত অতি ভালো খেলতে হবে। নিজেদের উজাড় করে দিতে হবে শত ভাগ। এবং একই সঙ্গে অস্ট্রেলিয়াকে ৭০ ভাগও যেন খেলতে না পারে, সে চেষ্টা করতে হবে। সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কথা বলতে গিয়ে মাশরাফি বলেন, অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী একটি দল। অনেক সুগঠিত, তাদের বোলিং শক্তি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক বেশি ধারালো। স্টার্ক, কামিন্সরা বিশ্বমানের ফাস্ট বোলার। তাদের বোরিংয়ে বৈচিত্র্য অনেক বেশি। এছাড়া অস্ট্রেলিয়ার মূল বোলিং শক্তির গভীরতা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক বেশি। তাদের স্টক বোলার বেশি এবং প্রতিটা বোলারেরই বোলিংয়ে বৈচিত্র্য আছে। যেটা ওয়েস্ট ইন্ডিজের ছিল না। কাজেই আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়াকে হারাতে হলে, আমাদের সামর্থ্যের একদম সেরাটা উপহার দিতে হবে। অন্যথায় নয়। মাশরাফির কথার মূল ভাবটাই হচ্ছে, টনটনে ক্যারিবীয় দলের যারা বড় স্কোর গড়েছে, তারা কেউই ইনিংসটাকে টেনে ৫০ ওভার পর্যন্ত নিতে পারেননি। এবং যখন হাত খুলে খেলতে শুরু করেছেন তারপররপরই আউট হয়ে গেছেন। কিন্তু অস্ট্রেলিয়া দলের ওয়ার্নার, স্মিথ এবং ফিঞ্চরা ব্যতিক্রম। তারা সেট হয়ে গেলে সহজে উইকেট দেন না। চেষ্টা করেন ইনিংসটাকে শেষ বল পর্যন্ত নিয়ে যেতে। একইভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও বাংলাদেশের বিপক্ষে অনেক বেশি শর্ট বল করেছেন এবং তাদের লক্ষ্যই ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের শর্ট বল করে ভড়কে দেয়ার। সেটাতে তারা সফল হয়নি। এর বাইরে বুদ্ধি খাটিয়ে ইয়র্কার লেন্থে বল করার কাজটি করতে পারেননি ক্যারিবীয়রা। এ কারণেই টনটনে খেলা শেষে সাকিব বলেলছিলেন, ওয়েস্ট ইন্ডিজ বোলাররা শুধু দুটি কাজই করেছেন, হয় খাটো লেন্থে বল ফেলেছে না হয় খুব উপরে আমাদের নাগালের মধ্যেই বল পিচে করিয়েছেন। তাতে করে, আমাদের ভালো খেলা একটু সহজ হয়ে গিয়েছিল। বলার অপেক্ষা রাখে না অস্ট্রেলিয়ান বোলাররা সে কাজটা সহজে করেন না। তারা বলে প্রচুর বৈচিত্র্য আনার চেষ্টা করেন। শুধু শর্ট বল করবেন না, তাদের বলে সুইং আছেন, ইয়র্কার করাতে পারেন। তার চেয়ে বড় কথা অসি দলে কোয়ালিটি স্পিনারও আছেন। এসব মাথায় নিয়েই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অব দ্য বেস্ট ক্রিকেট টিম এবং অনেক টাফ অপোনেন্ট। পুরো দলটাই অনেক বেশি পেশাদার। জিততে হলে, এদেরকে ৩০০ বা তিনশর নিচে রাখতে হবে। কারণ, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অনেক চৌকস। ওয়েস্ট ইন্ডিজ যেমন আমাদের বিরুদ্ধে বড় স্কোরের ভিত গড়েও ৩২০ এর মধ্যে আটকে গিয়েছিল, অস্ট্রেলিয়া তেমন যদি ভিত পায়, তাহলে ৩২০-এ থাকবে না, ৩৫০-এ চলে যাবে। কারণ তারা অনেক বেশি পেশাদার। একবার উইকেটে কেউ সেট হলে লম্বা ইনিংস খেলতে পারে অনেক বেশি। মাশরাফির শেষ কথা, অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের ১০০ ভাগ দিতে হবে। আর অস্ট্রেলিয়া যাতে ৭০ ভাগের বেশি দিতে না পারে। কারণ দুপক্ষের শক্তি ও সামর্থ্যের ফারাক অনেক। এই দুরত্ব কমাতে আমাদের বেশি ভালো খেলতে হবে। সামর্থ্যের সবটুকু মাঠে প্রয়োগ ঘটাতে হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Is16lG
June 20, 2019 at 04:37AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.