কলকাতা, ০৭ জুন- জয় শ্রী রাম স্লোগান ইস্যুতে উত্তাল গোটা বাংলা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে জয় শ্রী রাম স্লোগান শুনতে। আর এরপরে ক্ষোভও উগরে দিয়েছেন মমতা। এরপরে বিজেপির জয় শ্রী রামের পালটা জয় হিন্দ এবং জয় বাংলা স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর দলের সমস্ত নেতা কর্মীকে এই স্লোগান বলার নির্দেশ দলনেত্রীর। আর তাতেই বিপত্তি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান চুরি করার অভিযোগ তুললেন সিপিএম নেতা। তাঁর বিস্ফোরক মন্তব্য,পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জয় বাংলা বলেছিলেন মুজিবুর রহমান। সেটাই নকল করছেন মমতা। তাঁর এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। যদিও স্লোগান বিতর্কে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিমতায় মৃত দলীয় নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রশাসনিক প্রধান। আর সেখানে এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, জয় বাংলা স্লোগান দিয়েছিলেন নজরুল। এটা ভাষার সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশও স্লোগান দিয়েছিল। জয় শ্রী রাম এবং জয় বাংলা, জয় হিন্দ স্লোগানে উত্তপ্ত গোটা বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, রাজ্যের মন্ত্রী, বিধায়কদের ঘিরে ধরে জয় শ্রী রাম স্লোগান দিতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের। শুধু তাই নয়, জয় শ্রী রাম লেখা পোস্ট কার্ড খোদ কালীঘাট, নবান্নে পাঠাচ্ছেন বিজেপির নেতা, মন্ত্রীরা। আর এই ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। আর সেপথেই পালটা জয় হিন্দ, জয় বাংলা স্লোগান তুলেছে তৃণমূল। প্রকাশ্যে এভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্তার প্রতিবাদে পালটা বিজেপির নেতা-মন্ত্রীদের, মোবাইলে জয় হিন্দ, জয় বাংলা স্লোগান পাঠাতে থাকে তৃণমূল কর্মীরা। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে পালটা পোস্ট কার্ড পাঠাতে থাকে তাঁরা। এই পরিস্থিতিতে যখন উত্তপ্ত বাংলা তখন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সিপিএম শীর্ষ নেতা মহম্মদ সেলিম। তাঁর প্রতিক্রিয়া, আগে বাংলা যা ভাবত, ভারত ভাবত পরে। জয় শ্রী রাম গোটা দেশ দেখে নিয়েছে। এবার আসছে বাংলায়। নয়ের দশকে রাম মন্দির আন্দোলনেই জয় শ্রী রাম ধ্বনি উঠেছিল দেশজুড়ে। আগে বাংলা কাউকে নকল করত না। জয় হিন্দ স্লোগানও আজাদ হিন্দ ফৌজের। তা অবশ্য স্বঘোষিত জাতীয়তাবাদীরা বলেন না। জয় বাংলা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্লোগান। মুজিবুর রহমান দিয়েছিলেন। এখন সেটা তৃণমূল নকল করছে বলে মন্তব্য রায়গঞ্জ লোকসভার প্রাক্তন এই সাংসদ। জয় শ্রী রাম স্লোগান নিয়ে লোকসভা ভোটের আগে থেকেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে বারবার তিনি দাবি করেছেন, জয় শ্রী রাম বাংলার সংস্কৃতি নয়। আর বিজেপির এই স্লোগান তাঁর মুখ থেকে কখনই বের হবে না বলে মন্তব্য করেছিলেন। কিন্তু বিজেপি এই স্লোগানকে সামনে রেখেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। কখনও মোদী কখন অমিত শাহ। বাংলায় ভোট প্রচারে এসে জয় শ্রী রাম স্লোগান তুলেছেন। সূত্র: kolkata24x7 আর এস/ ০৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2wIIiYx
June 07, 2019 at 08:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top