মুম্বাই, ২৭ জুন - অবশেষে বৃহস্পতিবার সকালে সব জল্পনায় ইতি টেনে করণ জোহর জানিয়ে দিলেন প্রধান দুই চরিত্রের জন্য তিনি পছন্দের তারকা পেয়ে গিয়েছেন। কারা তাঁরা? ২০০৮ সালে মুক্তি পেয়েছিল জন আব্রাহাম, অভিষেক বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি দোস্তানা। মাঝে কেটে গিয়েছে ১১ বছর। বেশ কিছু বছর ধরে শোনা যাচ্ছে তৈরি হবে এই ছবির সিক্যুয়েল। কিন্তু করণ শুরুতে বার বার বলেছিলেন, সিক্যুয়েল বানানোর ভাবনা থাকলেও কাদের প্রধান চরিত্রে নেওয়া হবে তা স্থির হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সব জল্পনায় ইতি টেনে করণ জোহর জানিয়ে দিলেন প্রধান দুই চরিত্রের জন্যে তিনি পছন্দের তারকা পেয়ে গিয়েছেন। Dostana 2-এ দেখা যাবে জাহ্নবী কাপুর এবং কার্তিক আরিয়ানকে। তবে দ্বিতীয় পুরুষ চরিত্রে কে থাকবেন তা এখনও ঠিক হয়নি। এই ছবির পরিচালনার দায়িত্ব করণ দিয়েছেন কলিন ডিকানহাকে। এন এইচ, ২৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JcVCdy
June 27, 2019 at 11:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top