লন্ডন, ২২ জুন- বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড ২৩৩ রানের রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রানে পরাজিত হয়েছে শ্রীলঙ্কার কাছে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে প্রথম চমকের জন্ম দিয়েছে শ্রীলঙ্কা। এছাড়া শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। টর্নামেন্টে শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে লঙ্কানরা। ফলে অপ্রত্যাশিতভাবেই জয় পেয়েছে করুণারত্নের দল। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানান, পিচটা ব্যাটিং করা জন্য স্লো ছিল। এ পিচে ৩০০ রান করা কঠিন। তবে চেয়েছিলাম ২৬০-২৭৫ রান করতে। তবে তারপরও রান কম হয়েছে। দলগত পারফর্মেন্সেই জয়টা এসেছে। ম্যাথিউজ ভালো ব্যাট করেছে। মালিঙ্গা এক কথায় অসাধারণ। এর আগে লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা। ১০ ওভার বল করে এক মেডেনসহ ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন লঙ্কান এ অভিজ্ঞ মালিঙ্গা। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Iyvrz5
June 22, 2019 at 07:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top