লন্ডন, ২৫ জুন - চলতি বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আশ্চর্য ধারাবাহিক পারফরম্যান্সে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তিনি। কী ব্যাটিং, কী বোলিংদুই বিভাগেই দলের কান্ডারি। ট্রেন্ট ব্রিজে প্রসঙ্গটা তাই উঠেছিলবাংলাদেশ কি ওয়ান ম্যান আর্মি? মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, মোটেও তা নয়। কাল অধিনায়কের কথার পুনরাবৃত্তি করলেন সাকিবও, ঠিক তা নয়। আফগানিস্তানের বিপক্ষে মুশফিক ভাইয়ের ইনিংস, রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) অবদান। তামিম-মোসাদ্দেকের অবদান খুব দরকার ছিল। এদিকে ম্যাচ শেষে এক সাংবাদিক কাল সাকিবের সব কীর্তির কথা মনে করিয়ে দিয়ে জানতে চাইলেন, এখন কি সাকিবের আগে লিজেন্ড শব্দটা ব্যবহার করা যায়? সাকিব হেসে বললেন, আমি কীভাবে বলব বলেন! এটা আপনারা ভালো বলতে পারবেন। এটা নিয়ে আসলে কখনো চিন্তা করিনিঠিক, সাকিব নিজের প্রশংসা নিজে করবেন কীভাবে? তবে সুনীল যোশি নিশ্চয়ই করতে পারেন। বাংলাদেশ দলের স্পিন কোচের কোনো সংশয় নেই যে সাকিব একজন কিংবদন্তি, অবশ্যই। কেন নয়? সে এই মুহূর্তে ওয়ানডে ও টিটোয়েন্টি র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে একজন কিংবদন্তি, কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলে তার মতো একজন খেলোয়াড় থাকা গর্বের ব্যাপার। সে হচ্ছে মিস্টার কনসিসটেন্ট, সেটা ব্যাটে হোক, বলে হোক কিংবা ফিল্ডিংয়ে। এন এ/ ২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2xeHkU9
June 25, 2019 at 08:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top