লন্ডন, ১৭ জুন- ইংল্যান্ড বিশ্বকাপটাই যেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বৈশ্বিক এই আসরে ব্যাট-বলে দারুণ নৈপূণ্য দেখাচ্ছেন দেশসেরা এই খেলোয়ার। তিন ম্যাচ খেলে করেছেন ২৬০ রান। বৃষ্টির কারণে একটি ম্যাচ বাতিল না হলে হয়তো ওই ম্যাচেই আরও একটি কীর্তি গড়ে ফেলতেন সাকিব। আজ টনটনে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি-সাকিবরা। স্বাভাবিক কারণেই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের ফোকাস থাকবে সাকিবের দিকে। বৈশ্বিক আসরে এই ক্রিকেটার যে নিজেকে মেলে ধরতে পারেন। বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলকের দুয়ারে তিনি। সতীর্থ তামিম ইকবালের রেকর্ডে আজ ভাগ বসানোর পালা সাকিবের। সাকিব আর ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ছয় হাজার রান পূর্ণ করবেন। গড়বেন নতুন কীর্তি। বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২০১ ম্যাচে আটটি সেঞ্চুরি ও ৪৪টি হাফসেঞ্চুরিতে ৫৯৭৭ রান করেছেন তিনি। সাকিবের আগে একমাত্র খেলোয়ার হিসেবে বাংলাদেশের হয়ে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিবের বন্ধু ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরিতে ৬৬৯৫ রান করেছেন তিনি। এদিকে চলতি বিশ্বকাপে সাকিব বাংলাদেশের প্রথম তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন। তিনি ম্যাচে ৮৬ দশমিক ৬৬ গড়ে ২৬০ রানের পাশাপাশি বল হাতে এ পর্যন্ত তিন উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর এবারের বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে নিজের ২৫০তম উইকেট শিকার করেন সাকিব। তাই ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৫০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিন তিনি খেলেছিলেন ১৯৯তম ম্যাচ। চলমান বিশ্বকাপে সাকিবের ঝুলিতে জমা পড়েছে আরও কয়েকটি রেকর্ড। ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলেন এই বিশ্বকাপেই। এর আগে বাংলাদেশের পক্ষে দুজন ২০০ বা তার চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম। মাশরাফি ২১২ এবং মুশফিকুর রহিম ২০৮তম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন আজ। এছাড়া পঞ্চপাণ্ডবের বাকি দুজন তামিম ইকবাল ১৯৬ ও মাহমুদউল্লাহ ১৭৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। আর সাকিব খেলছেন ২০১ ম্যাচ। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FaPwte
June 17, 2019 at 06:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top