লন্ডন, ২৪ জুন- বিশ্বকাপের মঞ্চে আজ আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট যুদ্ধে নামছে মাশরাফির বাংলাদেশ। হার-জিতের ব্যবধান যেমনই হোক না কেন, বরাবরের মতো এবারও টাইগারদের প্রবল প্রতিপক্ষ আফগানরা। তবে গুরুত্তপূর্ণ এই ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। রবিবার রাতে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের শহর সাদাম্পটনে বৃষ্টি হয়েছে। যা ভোর পর্যন্ত স্থায়ী ছিল। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ম্যাচটি শুরু হবার কথা। ১১টার দিকে আবারও রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা। উল্লেখ্য,চলতি বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ড আবহাওয়ার কারণে বারবার সমালোচিত হয়েছে। বিশেষ করে রিজার্ভ ডে ও দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JgcBMn
June 24, 2019 at 07:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top