কলকাতা, ০৪ জুন- এবার ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দেশটির ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে। মারধরের শিকার আহত তিন পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। জানা যায়, পশ্চিমবঙ্গের কেশপুরের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুরে বিজেপির বিজয় মিছিল ঘিরে সোমবার এই ঘটনা ঘটেছে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়টি রয়েছে বিশ্বনাথপুরে। সেখানে ভোটের ফলপ্রকাশের পরে পুলিশ ক্যাম্প করা হয়। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে পুলিশ ক্যাম্পে চড়াও হয় বিজেপির একদল লোক। ক্যাম্পের সামনে অবস্থানরত তিন পুলিশ কর্মকর্তা ছিলেন সরিফ আলি খান, উকিল মুর্মু, নিশিকান্ত রায়। এই তিনজনই বিজেপির লোকেদের হাতে প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আহত পুলিশদের কেশপুর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে। কেশপুরের এই ঘটনায় জড়িদের খোঁজ চলছে। আরো পড়ুন: গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের ওপর সুদান সেনাবাহিনীর গুলি, নিহত ৩৫ তবে বিজেপির পক্ষ থেকে এই হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। আর/০৮:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WmJdgD
June 04, 2019 at 09:19AM
04 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top