মুম্বাই, ০৭ জুন- পতৌদির নবাব, বলিউডের অভিনেতা ও প্রযোজক সাইফ আলী খান আর তার সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। গত বছরই সারা আলী খানের বলিউড অভিষেক হয়েছে। বলি ইন্ডাষ্ট্রিতে পা রাখা স্টার কিডদের মধ্যে সারা অভিষেকেই বাজিবাত করেছেন। যা সবারই জানা। বেশ কিছুদিন আগে কফি উইথ করণ-এসে কার্তিক আরিয়ানের প্রতি তার গোপন ভালোলাগার কথা বলেই ফেলেছিলেন সারা আলী খান। তিনি বাবা সাইফের সামনেই জানিয়েছিলেন কার্তিক আরিয়ানের সাথে প্রেম করতে চান। আর ইমতিয়াজ আলির লাভ আজকাল-২ সিনেমায় কাজের সুবাদে কার্তিক ও সারার মধ্যে বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে। তাদের কখনও একসাথে ডিনারে যেতে দেখা যাচ্ছে, কখনও জিমে যেতে। বলি পাড়ার অনেকই বলছেন সারা ও কার্তিক নাকি গোপনে প্রেম করছেন। বুধবার (৫ জুন) ঈদুল ফিতর উপলক্ষে চুপিসারে মুম্বাইয়ের এক মসজিদেও সারাকে নিয়ে হাজির হয়েছিলেন কার্তিক আরিয়ান। ভক্তদের চোখ এড়াতে সারা-কার্তিক দুজনেই মুখ ঢেকে নিয়েছিলেন। ওড়না দিয়ে মুখ ঢেকেছিলেন সারা, আর কার্তিক রুমাল দিয়ে মুখ ঢাকা দিয়েছিলেন। মুখ ঢাকা অবস্থায় দুজনে সেলফিও তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন কার্তিক আরিয়ান। এই ছবি পোস্ট করে ভক্তদের ঈদ মোবারকও জানিয়েছেন কার্তিক। ভক্তরাও পাল্টা তাদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের এই ছবির নিচে মন্তব্য করেছেন জনপ্রিয় পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। আর/০৮:১৪/০৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Zcy6ny
June 07, 2019 at 09:11AM
07 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top