নয়া দিল্লী, ০১ জুন- বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। সঙ্গে শপথ নিলেন তার মন্ত্রিসভার নতুন সদস্যরা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় আট হাজার অতিথি। তাদের মধ্যেই ছিলেন গায়িকা আশা ভোঁসলে। কিন্তু ওই অনুষ্ঠানে গিয়ে পথ হারিয়ে ফেলেন আশা। তাকে সাহায্য করতে এগিয়ে যান দেশটির কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নেওয়া, মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্মৃতি ইরানি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আশা নিজেই। স্মৃতির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, গতকাল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম আমি। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, স্মৃতি ইরানি ছাড়া। আমি সমস্যায় পড়েছিলাম, স্মৃতি দেখতে পেয়েছিল। তারপর আমি যাতে ঠিক মতো বাড়ি পৌঁছাতে পারি, তার ব্যবস্থা করে ও। ও যত্ন করতে জানে। সে কারণেই ও জিতেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আশার বক্তব্যের প্রত্যুত্তর জানিয়েছেন তিনি। বর্ষীয়ান গায়িকাকে প্রণাম জানিয়েছেন স্মৃতি। আর/০৮:১৪/০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WDmNam
June 01, 2019 at 10:30AM
01 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top