ঢাকা, ০১ জুন - আজকাল জোভান কেবল মানুষের ঘ্রাণ নেয়। আর ঘ্রাণ শুঁকে মানুষের অতীত-বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। কি অবাক হচ্ছেন? আরে না, এটা কোনো বাস্তব ঘটনা নয়, ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একটি বিশেষ নাটকের গল্প। নাটকের নাম ঘ্রানুষ। রণক ইকরামের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। এছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মিষ্টি জোহা, রিসার্ত ও অন্যান্যরা। ফ্যাক্টর থ্রি সল্যুশনের পরিবেশনা ও সাউন্ডটেক এর প্রযোজনায় নাটকটি এই ঈদে নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে। নাটক প্রসঙ্গে জোভান বলেন, এই ঈদে আমি চেষ্টা করেছি বেশ কিছু ভিন্নধর্মী গল্পে কাজ করার। ঘ্রানুষ এরকমই একটি গল্প। গতানুগতিক প্রেম ভালোবাসার বাইরের একটি গল্পে কাজ করে ভালো লেগেছে। এন এ/ ০১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Xsagn2
June 01, 2019 at 08:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top