লন্ডন, ১২ জুন- বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত সূচনা করেই যেন নেতিয়ে পড়ে মাশরাফি বাহিনী। শুধু একজনের বেলায় কথাটি খাটছে না। অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া দলের সবাই যেন ক্লান্ত, নিস্প্রভ। সেই সাকিব ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন কিনা তাই অনিশ্চিত ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হওয়ায় অনিশ্চিত সাকিবই নয় দলের কেউই মাঠে নামতে পারেননি। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগির পর মাথায় সেই দুঃশ্চিন্তা থেকেই যাচ্ছিল। ১৭ জুন টনটনে দুরন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচের আগে সাকিব ফিট হয়ে ফিরবেন তো? জানা গেছে, পায়ের চোট সারতে সাকিবকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন দলের ফিজিও। তাই পরবর্তী ম্যাচের আগেই সেরে উঠবেন সাকিব, এমনটাই আশা করছেন প্রধান কোচ স্টিভ রোডস। ম্যাচ পণ্ড হওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন রোডস। সাকিব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে রোডস বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব ছোটখাটো একটা চোট পেয়েছে। তবুও ইনজুরি নিয়েই দারুণ ব্যাট করেছে সে। তার দ্রুত সেরে ওঠার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি উইন্ডিজের বিপক্ষে মাঠে সাকিবকে পাবেন আপনারা। শুধু রোডসই নয় সাকিবের বিষয়ে আশাবাদী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাচের আগেই সাকিব সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, আমি মনে করি, সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠার জন্য এখনও হাতে চার-পাঁচদিন আছে। এর মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের ম্যাচে তাকে দলে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি আরও যোগ করেন, টনটন খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমাদের ভালো খেলার ও জয়ের কোনো বিকল্প নেই। প্রসঙ্গত ব্রিস্টলে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। ফলে ৪ ম্যাচে ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে টাইগারদের। এতে সেমিফাইনালে খেলার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ১৭ জন টাইগারদের জ্বলে উঠতে হবেই। সে ম্যাচে এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে সর্বাধিক রান সংগ্রাহক সাকিবকে পাশে পেলে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব বিশ্বকাপে নিজের প্রথম শতক হাঁকান। ঐ ইনিংস খেলার পথেই বা পায়ের উরুতে চোট পান। ব্যথা না কমায় পরীক্ষানিরীক্ষার পর তাকে দেওয়া হয় এক সপ্তাহের বিশ্রাম। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X70VEq
June 12, 2019 at 05:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top