লন্ডন, ০৫ জুন- আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচেও দল জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবে বলে জানালেন টাইগারদের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। আজ টিম হোটেল রিভার ব্যাংক পার্ক প্লাজার সামনে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন সৌম্য। তিনি বলেন, নিউজিল্যান্ড আমাদের দেশে খেলেছে। আমরাও ওদের দেশে খেলে এসেছি। কিন্তু যতোই ভালো হোক অন্য দেশে এলে সবারই খেলতে কষ্ট হয়। তারা আমাদের জানে, আমরা তাদের জানি। দিন শেষে যারা ভালো খেলবে, তারাই ভালো ফল করবে। আমরা মাঠে জেতার জন্যই নামবো। সবাই নিজেদের শতভাগ দেবো। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। ২১ রানে জয় পায় তারা। তবে নিউজিল্যান্ডকে আরো বড় প্রতিপক্ষ ভেবে সর্তক বাংলাদেশ দল, এমনটা জানালেন সৌম্য, নিউজিল্যান্ডের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার মতো একই রকম পরিকল্পনা হবে, সে বলা যাচ্ছেনা। দক্ষিণ আফ্রিকার সাথে যেমন উইকেট ছিলো, নিউজিল্যান্ডের সাথে তেমন নাও হতে পারে। এছাড়া তাদের গতির সাথে সুইংও আছে। তাই পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের গতি-সুইং দেখে খেলতে হবে। উইকেটের দিকেও খেয়াল করতে হবে। উইকেট ধরে খেলতে হবে। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারালে আমাদের জন্য খুবই ভালো হয়। তারা যেন শুরুতে উইকেট না পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। উইকেট ধরে রেখে যত বেশি সম্ভব রান করতে হবে আমাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বেশকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা। সৌম্য নিজেও একটি ক্যাচ মিস করেছেন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং-এ আরো উন্নতি প্রয়োজন রয়েছে। তবে ফিল্ডিং নিয়ে চিন্তিত নন সৌম্য, ক্যাচ মিস হতেই পারে। এটা নিয়ে বেশি চিন্তা করলে তা আমাদের জন্য নেতিবাচক হবে। শুধু ক্যাচ না, মিস ফিল্ডিংও যেন কম হয় আমরা সেই চেষ্টা করবো। আর/০৮:১৪/০৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ETeFbu
June 05, 2019 at 05:49AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন