লন্ডন, ১২ জুলাই- সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের প্রয়াত মিম্বর আলীর ছেলে ডা. শাফি আহমদকে ব্রিটেনে সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশি হিসেবে সম্মাননা জানানো হয়েছে। সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইনসপায়ারেশন (বিবিপিআই) লন্ডনের শার্ডে এক অনুষ্ঠানে শাফি আহমেদকে সম্মানে ভূষিত করে। বাংলাদেশের সিলেটে জন্ম নেয়া চিকিৎসক শাফি আহমেদ গত ১৪ এপ্রিল গুগল গ্লাস দিয়ে উইচ্যাটের মাধ্যমে অপারেশন থিয়েটার থেকে অস্ত্রোপচার সরাসরি সম্প্রচার করেন। ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে অপারেশন থিয়েটারের ৩৬০ ডিগ্রি দেখা যাচ্ছিলো ওই অস্ত্রোপচারে। বিশ্বের ১৩০টি দেশের চিকিৎসক ও চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা সরাসরি ইন্টারনেটে অস্ত্রোপচারটির সম্প্রচার দেখেন। তাই তাকে চিকিৎসাবিজ্ঞানে ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে পথিকৃৎ বলে মনে করা হয়। ডা. শফি আহমেদ তিন ভাই ও ১ বোনের মধ্যে ডা. শফি তৃতীয়। ডা. শফির বড় বোন ব্রিটেনের প্রথম বাংলাদেশী নারী বিচারক স্বপ্নারা খাতুন। এমএ/ ১০:২২/ ১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LjdIhF
July 12, 2019 at 06:29AM
12 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top