চির বিদায় পেলে। আপনার আত্মার শান্তি কামনা করছি। নো মোর পেলে। ফুটবল আকাশে অমর জ্যোতি হয়ে থাকবেন আপনি। আপনাকে আমরা ভুলবো না। রোববার থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমনই কিছু ভুয়া পোস্ট। যাতে শোকস্তব্ধ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা; কিন্তু নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে মুহুর্তে। যদিও এ নিয়ে পেলের স্বজনরা বলছেন, তিনি মরেননি, ভালো আছেন। সুস্থ আছেন। সোমবারই ফুটবলের জাদুকরের পক্ষ থেকে তার এক প্রতিনিধি মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, পেলে বেঁচে আছেন এবং ভাল আছেন। তিনি বলেন, যে সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়া খবর রটে যায়, তাদের মধ্যে পেলেও ঢুকে পড়লেন; কিন্তু তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। ইন্টারনেটে ঘুরতে থাকা খবরগুলিতে কেউ কান দেবেন না। প্রসঙ্গত, গত এপ্রিল মাসেও একবার এমনই খবর রটেছিল। তখন তার মৃত্যু নিয়ে অসংখ্যা পত্রিকা খবরও চাপিয়েছিল। এন এইচ, ১৭ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ShSIbN
July 17, 2019 at 11:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top