আবারও হিন্দি গানের মডেল হলেন বাংলাদেশের মডেল মাহিম করিম। বলিউডের টি-সিরিজের ব্যানারে ইতনা দূর (২০১৭) ও এক তেরা ছায়া (২০১৮) এই দুটি গান উপহার দেয়ার পর এবার নতুন গানের মডেল হলেন মাহিম। যে গানে তার সঙ্গে দেখা গেল ভারতের হিমাচল প্রদেশের মিস হিমাচল চ্যাম্পিয়ন কৃতি সুনিধিকে। মাহিমের তৃতীয় এই হিন্দি গানটি প্রকাশ হয়েছে বলিউডের জি মিউজিক কোম্পানির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। গানের শিরোনাম তেরে বিন জিনা। কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী ফারাজ খান, সংগীত করেছেন রুম্মান চৌধুরী ও ফারাজ এবং লিখেছেন ও সুর করেছেন আভিচাক। মাহিম জানান, তার মডেলিংয়ে এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে ইউরোপে। মাহিম করিম বলেন, গানের মডেলিং শুরু হয়েছিল হিন্দি গানের মাধ্যমে। তাছাড়া রুম্মান চৌধুরী আমার বন্ধু। সে এখানে নিয়মিত কাজ করছে। আমাকে ভারতের বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজে উৎসাহিত করেছে। আগামীতে বলিউডের বিখ্যাৎ কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি। মাহিম করিম মনে করেন, এটা বাংলাদেশের জন্য সুখবর যে এতদিন টি-সিরিজ, জি-মিউজিকের ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে তিনি কাজ শুরু করেছেন। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন। শুধু ভারতীয় গান নয়, বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মাহিম করিম। ওই দুই গানে মডেল ছিলেন টয়া ও আইরিন। মডেলিংয়ের পাশাপাশি মাহিম করিম এমকে প্রোডাকশন হাউজ চালু করেছেন। শুধু মিউজিক ভিডিও নয় এর পাশাপাশি চলচ্চিত্র, নাটকও নির্মাণ করা হবে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। আর/০৮:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JZDCnD
July 22, 2019 at 10:35AM
22 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top