কলম্বো, ২৫ জুলাই - বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। এদিন খেলেই অবসর নেবেন লংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। স্বভাবতই ম্যাচটি নিয়ে তার ভক্তকুলের আগ্রহ তুঙ্গে। এর ঢেউ আছড়ে পড়েছে টিকিটের ওপর। দুদিন আগেই সব টিকিট শেষ হয়ে গেছে। ২৬ জুলাই ম্যাচ হলেও ২৩ তারিখেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। শ্রীলংকা ক্রিকেট ইতিহাসে এমন নজির আগে কখনও দেখা যায়নি। বেশ আগভাগেই জানিয়েছেন, এ ম্যাচ খেলেই বিদায় নিচ্ছেন মালিঙ্গা। কিংবদন্তির বিদায় বলে কথা! এ ম্যাচ দেখতে উন্মুখ দেশটির সব শ্রেণিপেশার মানুষ। আগেই টিকিট কেটে ফেলেছেন অধিকাংশই দর্শক। কপাল পুড়েছে বাকিদের। অনেক চেষ্টা করেও ২৪ জুলাই টিকিট পাননি তারা। বলা বাহুল্য, ২৫ জুলাই তা হবে সোনার হরিণ। বিশস্ত সূত্র জানিয়েছে, এদিন কানায় কানায় ভর্তি থাকবে স্টেডিয়াম। ইতিমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। এখন কালোবাজারেও তা পাওয়া হবে দুষ্কর। মালিঙ্গার বিদায়ী ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। লিজেন্ডের শেষ ওয়ানডে বলে এটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। এন এইচ, ২৫ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SIYinO
July 25, 2019 at 08:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top