মুম্বাই, ০২ জুলাই- কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। তাই আপাতত বেশিরভাগ সময় ক্রিকেটের বাইরেই কাটাতে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে। তবে ক্রিকেটের স্মৃতিগুলো রোমন্থন করতে নিজের অবসর উপলক্ষ্যে এক জমকালো এক পার্টির আয়োজন করেছেন যুবরাজ। শনিবারে তার দেয়া জমকালো এক পার্টিতে বসে তারার মেলা। ভারতের একের এর এক তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন সেখানে। সদ্য ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে দেখা গিয়েছে সেখানে। ধাওয়ান ছাড়াও যুবরাজের অবসর পার্টিতে অংশ নেয়া ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ কাইফ, জহির খান, আশিষ নেহরা, অজিত আগারকার, ইরফান পাঠান। এরা সবাই একসময় ভারতীয় দলে যুবরাজের সতীর্থ ছিলেন। ক্রিকেট আর বলিউড যেন একে অপরের মিলবন্ধন। যুবরাজের অবসর পার্টিতে মিল পাওয়া গেছে সেই উক্তির। কেননা সেখানে উপস্থিত ছিলেন- ফারহান আখতার, রাবিনা টান্ডন, সাগরিকা গাটকে, কিম শর্মার (যুবরাজের সাবেক প্রেমিকা) মতো তারকারা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত কোম্পানি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। অবসর নেয়ার আগে যুবরাজ ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে ৩০৪ ম্যাচে ব্যাটিংয়ে ৩৬.৫৫ গড়ে করেছেন ৮৭০১ রান এবং বল হাতে নিয়েছেন ১১১টি উইকেট। এছাড়া টেস্ট ক্রিকেটে ৩৩.৯৩ গড়ে ১৯০০ রানের পাশাপাশি নিয়েছেন ৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচ খেলে ২৮.০২ গড়ে ৮৬৩ রানের সাথে আছে ২৮ উইকেটও। তবে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন যুবরাজ। ২৫ জুলাই কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, আন্দ্রে রাসেলের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলতে অংশ নিবেন তিনিও। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০২ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JvA6Bd
July 02, 2019 at 04:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন