লন্ডন, ১৫ জুলাই- বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটির শিরোপা জয়ে সাকলাইন মুশতাকের অবদানও কম নয়। পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করছেন। বিশ্বকাপ জয়ের পর টুইটবার্তায় কিংবদন্তি এ অফ স্পিনার বলেন, ইংলিশদের বিশ্বকাপে জয়ে আমার জন্য একটি আশ্চর্যজনক যাত্রা ছিল। আমি এই শিরোপার অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।বিশ্বকাপে এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না! রোববার ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ৫০ ওভারে প্রথমে ব্যাটে করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ম্যাচে টাই করে বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড। খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৫ রান করে। জবাবে ১৫ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। সুপার ওভারে ম্যাচ টাই হওয়ায় বিজয়ী দল নির্ধারণে সুপার ওভারের আইন-কানুন দেখা হয়। সুপার ওভারের নীতিমালা অনুসারে মূল ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে আটটি বাউন্ডারি বেশি হাঁকানোয় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SeRRbC
July 16, 2019 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top