লন্ডন, ২ জুলাই - বার্মিংহ্যামের এজবাস্টনেই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারত। ফলে মাঠটি ইতিমধ্যে চেনা হয়ে গেছে টিম ইন্ডিয়ার। একই মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছেন তারা। এর সর্বোচ্চ সুবিধা নিতে চান মেন ইন ব্লুরা। আগের ম্যাচ খেলায় এজবাস্টনের উইকেটের আচরণ সম্পর্কে ধারণা আছে ভারতের। মাঠের আয়তন সম্পর্কেও ধারণা পেয়েছেন রোহিত-কোহলিরা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফি-সাকিবদের বিপক্ষে এ সুবিধাই কাজে লাগাতে চান তারা। ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, একই উইকেটে (বাংলাদেশের বিপক্ষে) খেলতে যাচ্ছি আমরা। এ সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। উইকেটের আচরণ ও আয়তন সমন্ধে আমরা অবগত। সেখানে কেমনভাবে ব্যাটিং-বোলিং করতে হবে স্পষ্ট ধারণা পেয়েছি। আমরা সেই সুবিধাই সর্বোচ্চভাবে নিতে চাই। তিনি বলেন, বিশ্বকাপ মঞ্চে সব প্রতিপক্ষই আলাদা। প্রতি ম্যাচেই নতুন করে শুরু করতে হয়। এটি সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমরা কিছু ভুল করেছি। এ ম্যাচে সেগুলো শুধরে নিতে চাই। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ৩১ রানে হেরেছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত। এ ম্যাচ ছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কোহলি বাহিনী। বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ভারত। নিশ্চিতভাবে চেনা মাঠের সুবিধা তাদের একধাপ এগিয়ে রাখছে। সূত্র : যুগান্তর এন এইচ, ২ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KQVq79
July 02, 2019 at 07:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন