লন্ডন, ০৫ জুলাই- বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যদিও ভারতের কাছে হেরে সেমি-স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগারদের। তবে বিশ্বমঞ্চের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে মরিয়া তারা। জয় দিয়ে শেষটা রাঙাতে চান মাশরাফি-সাকিবরা। এ নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে হাসিমুখে দেশে ফিরতে চান তারা। তবে এমন লক্ষ্যের ম্যাচে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নাও পেতে পারে বাংলাদেশ! বৃহস্পতিবার অনুশীলনে চোট পেয়েছেন তিনি। এখনও পুরোপুরি সেরে উঠেননি মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক না খেললে চারে ব্যাট করবেন লিটন দাস। এ হতাশার মাঝে আছে স্বস্তির খবর। একাদশে ফিরছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কাফ মাসলের চোটটা শতভাগ কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবে ম্যাচ খেলার মতো অবস্থায় এসেছেন। অভিজ্ঞ এ ব্যাটসম্যান খেলবেন পাঁচে। আরেকটি রদবদল আসতে পারে। অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরতে পারেন মূল একাদশে। তাকে জায়গা ছেড়ে দিতে বাইরে যেতে হতে পারে পেসার রুবেল হোসেনকে। দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। ফলে বিশ্বকাপে বিবর্ণ পারফরম্যান্স তার। পাকিস্তানের বিপক্ষে বিশ্রামে থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ বলে তার খেলার সম্ভাবনা বেশি। এ ছাড়া আর কেউ সে রকম ইনজুরিতে নেই। কারোরই বাদপড়ার সম্ভাবনা নেই। ভারতের বিপক্ষে খেলা একাদশের সবাই থাকছেন। সাব্বির রহমানও টিকে যাচ্ছেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)ও মোস্তাফিজুর রহমান। সূত্র: যুগান্তর এমএ/ ০০:১১/ ০৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RWhe1H
July 05, 2019 at 08:04AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন