ইসলামাবাদ, ১7 জুলাই - পাকিস্তানের সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। কিন্তু বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন এখনো। ব্যাটিংয়ের সেই পুরনো তেজও দেখাচ্ছেন ভক্তদের। এই যেমন কানাডার এক লীগে ৪০ বল খেলে করেছিলেন ৮১ রান। ছিলেন অপরাজিত। তার এই ঝড় তোলা ব্যাটিংয়ের কল্যাণে এডমান্টন রয়্যালসকে ২৭ রানে হারিয়েছে ব্রাম্পটন উলভস। বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট। ম্যাচ সেরাও পাকিস্তানের সাবেক এই তারকা। আফ্রিদি দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পর গত বছর আইসিসি একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুম বুম খ্যাত সাবেক এই তারকা। এডমন্টন রয়্যালসের বিরুদ্ধে ৪০ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা আর ১০টি বাউন্ডারি হাঁকান আফ্রিদি। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা তাদের টুইটারে আফ্রিদির এই ঝোড়ো ইনিংসের ভিডিও আপলোড করে। বয়সকে ভুল প্রমাণ করে সাদা বলকে সিএএ সেন্টার পাকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে দেন চল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার। আফ্রিদি এবং লেন্ডল সিমন্সের ৩৪ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২০৭ রান তোলে ব্রাম্পটন উলভস। রান তাড়া করতে নেমে ১৮০ রানে থেমে যায় এডমান্টন রয়্যালস ইনিংস। এন এইচ, ১7 জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LNMGz1
July 30, 2019 at 08:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন