মুম্বাই, ২৫ জুলাই - রাহেনা হ্যায় তেরে দিল মে ছবিতে ম্যাডি নামের সেই মিষ্টি ছেলেটাকে মনে আছে নিশ্চয়ই। তখনকার সেই চকলেট বয় ইমেজ ছেড়ে খরুস বক্সিং শিক্ষক প্রভুর চরিত্রে অভিনয় করলেও আর মাধবনের ভক্তদের মনে ম্যাডির চরিত্রটা চিরদিন গেঁথে থাকবে। ওল্ড ওয়াইন-এর মতো যত বয়স বাড়ছে তত যেন রূপবান হচ্ছেন অভিনেতা। ৪৯ বছর বয়সেও তরুণ তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি সেলফি শেয়ার করেছেন মাধবন। তাঁর হালকা হাসিতে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। আর ঘটলও সেই একই ঘটনা। এবার এক অষ্টাদশী প্রেম নিবেদন করে বসলেন অভিনেতাকে। কমেন্টে মেয়েটি লেখেন, আমার বয়স ১৮। আপনাকে বিয়ে করতে চাওয়া কী ভুল অনুরাগীর প্রশ্নের অভাবনীয় উত্তরও দিয়েছেন মাধবন। তিনি লেখেন, হা হা হা, ভগবান তোমার মঙ্গল করুন। আমার থেকে অনেক ভাল কাউকে খুঁজে পাবে তুমি। নেটিজেনদের অনেকেই ম্যাডির এই উত্তরের প্রশংসা করেছেন। অনেক নারী সহমতও পোষণ করেছেন মেয়েটির সঙ্গে। তাঁকে লাইন-এ দাঁড়াতেও বলেছেন কয়েকজন। এন এইচ, ২৫ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LGYKCj
July 25, 2019 at 09:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top