ঢাকা, ০২ জুলাই- শোবিজের পরিচিত মুখ আইরিন সুলতানাকে আব্বাস ছবির আইটেমে দেখা যাবে। এরই মধ্যে মুক্তি প্রতীক্ষিত ছবিটির আইটেম গান ইউটিউবে প্রকাশ পেয়েছে। সেখানে পারফর্ম করেছেন আইরিন। লাল মোরগের ঝুঁটি শিরোনামে গানে আইরিনের সঙ্গে পারফর্ম করেছেন ছবির নায়ক নিরব ও একঝাঁক নৃত্যশিল্পী। সোমেশ্বর অলির কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান। আর সুর-সঙ্গীত করেছেন আহম্মেদ হুমায়ুন। ছবির পরিচালক সাইফ চন্দন এ প্রতিবেদককে বলেন, মৌলিক গল্পের ছবি আব্বাস দর্শকের জন্য অসংখ্য চমক নিয়ে প্রেক্ষাগৃহে আসছে আগামী ৫ জুলাই। আইরিনের এই ছবির আইটেম গানে উপস্থিতিও একটা চমক। আরও অনেক চমক রয়েছে তা দেখার জন্য দর্শকদের সিনেমা হলে আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে একই পরিচালকের ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল ছবিতেও একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন আইরিন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটির নায়িকাও ছিলেন তিনি। আব্বাস ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন সোহানা সাবা। ছবির গল্প পুরান ঢাকায় আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছ। এলাকার সন্ত্রাসী আব্বাস চরিত্রে অভিনয় করেছেন নিরব। ছবিতে আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খানসহ অনেকে। আর/০৮:১৪/০২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XjYZcP
July 02, 2019 at 07:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top