ইসলামাবাদ, ২৫ জুলাই - পাকিস্তানের ক্রিকেটার ইমাম উল হক নারী ঘটিত কাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে সংবাদ শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের ভাতিজা। টুইটারে ইমারের কীর্তি ফাঁস করে এক ব্যক্তি দাবি করেছেন, এক সঙ্গে সাত জন নারীর সঙ্গে প্রেমের অভিনয় করেছেন ইমাম। ইমাম উল হকের বিরুদ্ধে #MeToo-এর অভিযোগ এনে বিভিন্ন নারীর সঙ্গে কথোপকথোনের স্ক্রিন শটও টুইটারে পোস্ট করেছেন। শুধু তাই নয়, টুইটারে এক ব্যক্তি আরও দাবি করেছেন, ইমামের এই সব কীর্তিকলাপের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও আর ছবি তাঁর কাছে আছে। সংশ্লিষ্ট নারীদের অনুমতি নিয়ে পরে তা প্রকাশ করাও হতে পারে তবে ইমামের এই কাণ্ড তাঁর ক্যারিয়ারের ক্ষতি করতে পারে বলেও মনে করছেন অনেকেই। যদিও ইমাম নিজে দাবি করেছেন, তাঁকে ফাঁসানোর জন্য মেয়েরাই নাকি এই সব ভুয়া প্রেমের অভিনয় করেছেন। It was her choice to go meet him in his bedrooms!Girl did you took permission from social media to be physical with lier ??? This aint no Harrasment 😡Idk y they always endsup on social media and trying to be victim for something they did on their own. #Imamulhaq #MeToo pic.twitter.com/7RoEqIh0Ht murtazza_ali (@murtazza_ali) July 24, 2019 এন এইচ, ২৫ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2y9qner
July 25, 2019 at 10:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top