লন্ডন, ০৩ জুলাই- আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের সেরা দুই ব্যাটসম্যানই ভারতীয় দলের। বিরাট কোহলি বেশ কয়েকবছর ধরেই আছেন শীর্ষস্থান দখল করে। আর দুইয়ে আছেন দলটির ওপেনার রোহিত শর্মা। তবে শীর্ষে থাকলেও কোহলি নিজেকে নয়; বিশ্বসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে তার ভোট গেল রোহিত শর্মার বাক্সে। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের বিপক্ষে রোহিত ম্যাচজয়ী ইনিংস খেলায় ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেললেও ব্যক্তিগত মাত্র ৯ রানে মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের হাতে জীবন পান রোহিত। জীবন পেয়ে সেই সুযোগটাকে বেশ ভালোভাবে কাজে লাগান তিনি। টাইগার বোলারদের আক্ষেপের আস্তাকুড়ে ফেলে তুলে নেন ক্যারিয়ারের ২৬ ও এবারের বিশ্বকাপের ৪র্থ সেঞ্চুরি। আর সেঞ্চুরি করেই অনবদ্য এক রেকর্ডও করে ফেলেন এই ওপেনার। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পর এখন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৪টি সেঞ্চুরির মালিক রোহিত। ম্যাচ শেষে যারপরনাই রোহিতের উপর বেশ খুশি কোহলি। এবারের বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও সতীর্থের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি, আমি অনেক বছর ধরেই ওর এরকম ব্যাটিং দেখে আসছি। আমি জনসন্মুখে একটি বলতে চাই। আর তা হলো আমার মতে ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিতই। যখন সে ব্যাট করে তখন আমরা বড় সংগ্রহের পথে থাকি। তার খেলার কৌশলও আমাদের বেশ সাহায্য করে। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের তিনটি শতক হাঁকান রোহিত। যার সুবাদে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৫৪৪ রান) সংগ্রাহকও এই উদ্বোধনী ব্যাটসম্যান। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31YUHWK
July 03, 2019 at 08:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top