কাশ্মীর, ২৭ জুলাই- ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তিনি কাশ্মীরে পাকিস্তান সীমান্তে টহল দেবেন এবং নিরাপত্তারক্ষীর কাজ করবেন। সেখানে লেফটেন্যান্ট কর্নেল (সম্মাননীয়) হিসেবে ১০৬ টিএ ব্যাটেলিয়ানে (প্যারা) যোগ দিতে চলেছেন এই ক্রিকেট তারকা। ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার্সের নির্দেশ মতো ধোনি প্রতিদিন টহল দেওয়া এবং নিরাপত্তারক্ষীর ডিউটির পর সেনাদের সঙ্গেই সেনা ছাউনিতে থাকবেন। খবর এই সময় এর। জানা গেছে, আগামী ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গেই কাটাবেন। যে সময়ের পুরোটাই তিনি থাকবেন কাশ্মীরে। সেনা-জওয়ানদের মতোই কাটাবেন ওই দিনগুলো। বিশ্বকাপের পর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই ধোনি। ওয়েস্ট ইন্ডিজে ভারত তিনটে টি-টোয়েন্টি, তিনটে ওয়ান ডে এবং দুটি টেস্ট খেলবে। টেস্টে না থাকলেও ধোনি ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে খেলতেই পারতেন। টেরিটোরিয়াল আর্মির সঙ্গে এই সময়টা কাটাতে চাইছেন তিনি। অনেক ক্রিকেটার বা ক্রীড়াবিদই সেনায় সম্মাননীয় কোনও পোস্ট পান। কিন্তু, ধোনি শুধু সম্মাননীয় উপাধি নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নন। তিনি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুক্ত থেকে, তাদের মতো করেই বছরের কয়েকটা দিন কাটান। তবে, ধোনির এই সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। অনেক ধোনি ভক্ত যেমন এটাকে সমর্থন করছেন, তেমনি আবার অনেকেই এসব ছেড়ে ক্রিকেট নিয়েই পড়ে থাকতে বলছেন। উল্লেখ্য, ২০১১ সালে এই সম্মান পান ধোনি। তার সঙ্গে অভিনব বিন্দ্রা এবং দীপক রাওকে একই সম্মান দেওয়া হয়েছিল সেনার তরফে। সে সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে ধোনি বলেছিলেন, ছোট থেকেই আমি সেনায় যোগ দিতে চেয়েছিলাম। অনেক সময় আমি ক্যান্টনমেন্টে ঘুরতাম। জওয়ানদের দেখতাম। তখন ভাবতাম, ওদের মতোই এক দিন হতে পারব। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OlW9Qt
July 27, 2019 at 07:09AM
27 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top