কলম্বো, ০৮ জুলাই- লাসিথ মালিঙ্গাকে বিশেষ কিছু উপহার দিতে বাংলাদেশ দলকে হারাতে চায় শ্রীলংকা। এমনটিই বলেছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। বিশ্বকাপে শ্রীলংকান ক্রিকেটাররা চেয়েছিলেন ভালো কিছু করে মালিঙ্গার বিদায়টাকে স্মরণীয় করে রাখতে। কিন্তু আশা জাগিয়েও সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেনি ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। বিদায় নেয় সেমিফাইনালের আগেই। তবে চলতে মাসে কলম্বোয় অনুষ্ঠিতব্য বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ পারফর্ম করে লাসিথ মালিঙ্গাকে ভালো কিছু উপহার দিতে চায় লংকান ক্রিকেটাররা। এমনটি জানিয়ে শ্রীলংকান অধিনায়ক করুনারত্নে বলেন, আমরা সবাই চেয়েছিলাম মালিঙ্গাকে বিশ্বকাপে ভালো একটা বিদায়ী ম্যাচ উপহার দিতে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। তবে আমরা চেষ্টার কোনো কমতি রাখিনি। গত শনিবার ইংল্যান্ডের হ্যাডিংলি লিডসে ভারতের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষে লংকান অধিনায়ক আরও বলেন, দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে মালিঙ্গা আরও কয়েকটা ম্যাচ খেলবে। সেসময় আমরা তাকে ভালো কিছু উপহার দেয়ার সর্বাত্মক চেষ্টা করব। ২০০৪ সালে জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মালিঙ্গার। ২০০৭ থেকে এ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপ খেলে ইতি টানলেন বিশ্বকাপ ক্যারিয়ারের। বিশ্বকাপে চার আসরে ২৯ ম্যাচ খেলে বিশ্বকাপে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৫৬টি উইকেট শিকার করেন লাসিথ মালিঙ্গা। তবে বিশ্বকাপের ইতিহাসে ৩৯ ম্যাচে সর্বোচ্চ ৭১ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ৪০ ম্যাচে ৬৮ উইকেট শিকার করেছেন শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরান। তবে ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকার হয়ে ইতিমধ্যে ২২৫ ম্যাচ খেলে ৩৩৫ উইকেট শিকার করেছেন মালিঙ্গা। ৩০টি টেস্ট ম্যাচ খেলে শিকার করেন ১০১ উইকেট। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৩ ম্যাচ খেলে শিকার করেন ৯৭ উইকেট। প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। জুলাই মাসের ২৫, ২৭, ও ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সূত্র: যুগান্তর এমএ/ ০৮:৩৩/ ০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NDgd05
July 08, 2019 at 04:31AM
08 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top