ইসলামাবাদ, ২৭ জুলাই- ভবিষ্যতে ইংল্যান্ডে স্থায়ী নিবাস গড়তে চান পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০১৬ সালের সেপ্টেম্বরে বৃটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করে স্পাউস ভিসার আবেদন করেন মোহাম্মদ আমির। তখন তিনি ওই দেশে থাকার জন্য ৩০ মাসের অনুমতি পান। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটপাকিস্তান ডটকমের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লন্ডনে একটি বাড়ি ক্রয়ের চিন্তা করছেন বাঁহাতি এ তারকা বোলার। আমির পাকিস্তানের পক্ষে খেলতে অনেকবার ইংল্যান্ডে গিয়েছেন। এখন তিনি ওই দেশের স্থায়ী পাসেপোর্টের আবেদন করেছেন। শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। যদিও এ ঘোষণা দেয়ার আগে তিনি তার সহকর্মীদের কারও কাছে বিষয়টি শেয়ার করেননি। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ শ্রীলংকা ও আরব আমিরাতের বিপক্ষে। আমির জেনেছেন, আরব আমিরাতের পিচ পেস বোলিং সহায়ক নয়, সেজন্য তিনি এখনই অবসরের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32UatCR
July 27, 2019 at 10:32AM
27 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top