লন্ডন, ১৬ জুলাই- সদ্য শেষ হওয়া বিশ্বকাপ নিয়ে নানা প্রশ্নে জড়জড়িত আইসিসি। তবে এসব প্রশ্নের কোন জবাব দেয়নি আইসিসি। শিরোপা খোয়ানো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের মতে, লর্ডসের ফাইনালে দুই দলের কেউই হারেনি। ফাইনালের পর নিউজিল্যান্ডের একটি রেডিও স্টেশনকে উইলিয়ামসন বলেছেন, দিন শেষে কোনোকিছুই আমাদের আলাদা করতে পারেনি, ফাইনালে তাই কেউই হারেনি। তবে এখানে একটি মুকুট বিজয়ী ছিল এবং আছে। নকআউট পর্বে আসার জন্য এটা দারুণ প্রচেষ্টা ছিল। কন্ডিশনের কারণে আমরা একটি নির্দিষ্ট স্টাইলে খেলতে বাধ্য হয়েছি এবং আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। আমরা ভেবেছিলাম এটা আমাদের সঠিক ঠিকানায় নিয়ে যাবে, কিন্তু তা হয়নি। নিয়ম নিয়মই, আমরা সবাই দল হিসেবে খেলার চেষ্টা করেছি, ইংল্যান্ড যা পেরেছে।ওদের খুব ভালো একটি ক্যাম্পেইন কেটেছে- যোগ করেন কিউই অধিনায়ক। আরো একটি বিষয় বিতর্কের জন্ম দিয়েছে।শেষ ওভারে দ্বিতীয় রান নেওয়ার সময় মার্টিন গাপটিলের একটি থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে হয়ে যায় চার। সব মিলিয়ে ইংল্যান্ডকে ছয় রান দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। আইসিসির প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল বলেছেন, নিয়ম অনুযায়ী ধর্মসেনার উচিত ছিল পাঁচ রান দেওয়া। সেক্ষেত্রে মূল ম্যাচেই জিতে যেত নিউজিল্যান্ড। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lEPF13
July 16, 2019 at 10:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন