মুম্বাই, ২৬ জুলাই - সাম্প্রতিক সময়ের হিট সিনেমা কবির সিং-এর নায়িকার নাম কী? এই প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, কিয়ারা আদভানি। কিন্তু এটা তাঁর আসল নাম না! হ্যাঁ, এই নায়িকা নিজেই জানালেন। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন করেছেন তিনি। তাঁর আসল নাম ছিল আলিয়া আদভানি। এই নায়িকা বলেন, ২০১৪ সালে অভিষেক থেকেই আমি নাম পাল্টিয়েছি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সঙ্গে আমাকে নিয়ে দর্শকরা দ্বিধায় থাকুক, তা চাইনি। শুধু চেয়েছিলাম নিজস্ব পরিচয় গড়ে তুলতে। এই অভিনেত্রী নিজের নাম কিয়ারা রাখার আইডিয়া পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার আনজানা আনজানি চলচ্চিত্র থেকে। ছবিতে তিনি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, হাই, আমি কিয়ারা। কিয়ারা বলেন, ভাবলাম, কী সুন্দর নাম! যদি আমার মেয়ে থাকতো, তবে ওকে কিয়ারা নামেই ডাকতাম। কিন্তু তার আগে তো নিজেরই একটা নাম দরকার। তো, নিজের নামই রেখে দিলাম। আরো পড়ুন: #মি-টু নিয়ে তিশা কিয়ারা ও আলিয়া কলঙ্ক সিনেমায় স্ক্রিন ভাগাভাগি করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। তবে কবির সিং বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। শহীদ কাপুরের সঙ্গে জুটি বাঁধা এ ছবি চলতি বছরে সবচেয়ে ব্যবসাসফল। মাত্র ১ মাসে এ ছবি আয় করেছে ২৭০ কোটি রুপি। এন এইচ, ২৬ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32NOhKF
July 26, 2019 at 09:09AM
26 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top