লন্ডন, ০৬ জুলাই- লর্ডস। ক্রিকেটের তীর্থভূমি। লন্ডনের এই মাঠে খেলার স্বপ্ন থাকে অনেক ক্রিকেটারেরই। কেবল খেলার আয়োজন করেই নিজেদের কাজ শেষ করেনি কর্তৃপক্ষ। বরং কীর্তিগড়া ক্রিকেটারদের নাম লিখে রাখার ব্যবস্থাও করেছে। যাকে বলা হয়ে থাকে লর্ডস অনার্স বোর্ড। এই বোর্ডেই শুক্রবার নাম লেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রানের খরচায় পাঁচটি উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন মোস্তাফিজ। এর আগে ২০১০ সালের ২৮ মে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন ফাস্ট বোলার শাহাদাত হোসেন রাজীব। এর ঠিক দুদিন পর একই ম্যাচে শতক হাঁকিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সূত্র: যুগান্তর এমএ/ ০৯:১১/ ০৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XvXc4g
July 06, 2019 at 05:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন