লন্ডন, ১৪ জুলাই - বিশ্বকাপ পৌঁছে গেছে তার লক্ষ্যের দ্বারপ্রান্তে। বিশ্বকাপের ৪৮ ম্যাচের মধ্যে এরই মাঝে শেষ ৪৭টি ম্যাচ। বাকি শুধু ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে ইংল্যান্ড বিশ্বকাপের। প্রায় ৪৫ দিনের এই মহাযজ্ঞে ব্যাট হাতে রোহিত শর্মা, সাকিব আল হাসানদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। বল হাতে মিচেল স্টার্ক, মোস্তাফিজুর রহমান, জোফরা আর্চার ও বুমরাহরা দেখিয়েছে গতি আর সুইংয়ের ঝলক। সেমিফাইনাল শেষে তাই বিশ্বকাপের সেরা ক্রিকেটারদের নির্বাচনের পালা। কার হাতে উঠছে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা পারফরম্যান্সের পুরস্কার। রানের বিচারে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। চলমান এই আসরে ৯ ম্যাচ খেলে ৬৪৮ রান ভারতীয় এই ওপেনার দখলে। আর দশ ম্যাচে ১ রান কম অর্থাৎ ৬৪৭ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ৮ ম্যাচে ৬০৬ রান নিয়ে তৃতীয় সেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া সেরা ৫ ব্যাটসম্যানের তালিকায় চারে আছেন জো রুট ও পাঁচে আছেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের এক আসরে রেকর্ড ২৭ উইকেটে নিয়ে সেরা অস্ট্রেলিয়ান বলার মিচেল স্টার্ক। আর ৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আছেন দ্বিতীয় স্থানে। ১৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। ৯ ম্যাচে সমান ১৮ উইকেট নিয়ে চারে আছেন জাসপ্রিত বুমরাহ ও পাঁচে আছে লকি ফারর্গুসন। তাই ইংল্যান্ড বিশ্বকাপের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন একাধিক ক্রিকেটার। বিশেষ করে টপ স্কোরার রোহিত শর্মা ও সেরা বোলার স্টার্কের সাথে ভালো ভাবেই দৌড়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও কেননা ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বাধিক ৭১৪ রান হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে। তবে মরগানের ঝড়ো সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৩৯৭ রান করেছে ইংল্যান্ড। এই ম্যাচেই সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ইংলিশরা। এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ৩৫৩টি ছক্কা হাঁকিয়েছে ব্যাটসম্যানরা। বিপরীতে ৬৫৬টি উইকেট শিকার করেছেন বলারা। এন এইচ, ১৪ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YN3IjL
July 14, 2019 at 12:41PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.