ঢাকা, ২৭ জুলাই - স্বামী তৌকীর আহমেদের অনুরোধেই আবারও ফিরছেন জনপ্রিয় তারকা বিপাশা হায়াত। তবে অভিনয়ে নয় ঈদের জন্য নতুন একটি নাটক লিখেছেন তিনি। এটা ভক্তদের জন্য সুসংবাদ। বিপাশা সাংবাদিকদের জানান, পরিচালক ও অভিনয়শিল্পী স্বামী তৌকীর আহমেদের অনুরোধেই এই নাটক লিখেছেন তিনি। কীভাবে নাটক লেখা সম্ভব হলো জানতে চাইলে বিপাশা বলেন, তৌকীর আহমেদের অনুরোধেই এই নাটক লিখেছি। আনন্দ নিয়েই লেখার কাজ করেছি। তিনি বলেন, আমি সব সময় তৌকীরের কাছে আমি কৃতজ্ঞ। কারণ, সে সব সময় আমাকে একটা সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে রাখে কোনো না কোনোভাবে। বিপাশার লেখা স্বর্ণলতা নাটকের পরিচালক তৌকীর আহমেদ। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তৌকীর, সহশিল্পী মম। ঢাকার বাইরে রাজেন্দ্রপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে। আরটিভিতে ঈদে দেখানো হবে এই নাটক। বিপাশা হায়াত একজন বাংলাদেশী অভিনেত্রী। বাংলাদেশের টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তাকে। তিনি বিখ্যাত টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেতা নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। নব্বইয়ের দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয়ই তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে । মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন। এন এ/ ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30ZYTEw
July 27, 2019 at 02:20PM
27 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top