ঢাকা, ১ জুলাই - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে নেই তেমন কোনো আয়োজন। জন্মদিনে জয়া আহসান রয়েছেন কলকাতায়। জন্মদিন প্রসঙ্গে জয়া আহসান বলেন, জন্মদিনে আমার দেশে থাকা হলো না। সবাইকে অনেক মিস করছি। সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেনো আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এদিকে সরকারি আনুদানের সিনেমা অলাতচক্রর কাজ শুরু করেছেন তিনি। কথা সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অলাতচক্র সিনেমাটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। ছবিতে তায়েবা চরিত্রে অভিনয় করছেন জয়া। মূলত লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস অলাতচক্র। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক (থ্রি ডি) পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এন এইচ, ১ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RJaPHe
July 01, 2019 at 09:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top