নিউ ইয়র্ক, ২৪ জুলাই - প্রায় সাড়ে নমাস ধরে নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলছে ঋষি কাপুরের। সময়ে সময়ে শোনা গিয়েছে তাঁর দেশে ফেরার খবর। কিন্তু শেষ পর্যন্ত ঋষি নিজেই জানিয়ে দিয়েছেন চলছে শেষ পর্যয়ের চিকিত্সা। ফলে এখনই দেশে ফেরার বিশেষ সম্ভাবনা নেই। দেশের থেকে দূরে থাকলেও, ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে যোগাযোগ রেখে চলেছেন তিনি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে ঋষি কাপুর জানালেন, হিন্দি ছবির জগতে ৪৫ বছর কাটিয়ে ফেললাম। এতগুলো বছরে এমন দীর্ঘ সময়ের ব্রেক কখনও নিইনি। এখন মনে হয়, কিছু কিছু সিদ্ধান্ত ঈশ্বর স্বয়ং আপনার জন্যে নেন। গত সাড়ে নমাসে একবারও প্লেনে উঠিনি। নিউ ইয়র্কের বাইরেও যাইনি। তবে ভাবছি কাল হ্যাম্পটনস-এ যাব। এখান থেকে মাত্র তিন ঘন্টার রাস্তা। এই প্রথম চিকিত্সার থেকে একটু ব্রেক নিয়ে বিচে যাওয়ার প্ল্যান করেছি। ক্যানসার চিকিত্সায় অনেকটা পথ পেরিয়ে এসেছেন। কিন্তু প্রথম যখন জানতে পারলেন, কী মনে হয়েছিল ঋষি কাপুরের? কীভাবে রিঅ্যাক্ট করেছিলেন তিনি? সোজাসাপটা ঋষি জানালেন, রিঅ্যাক্ট করার কোনও সুযোগই পাইনি। তখন দিল্লিতে এক নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমি। সবে ৬ দিনের কাজ হয়েছে। হঠাত্ই এক পারিবারিক বন্ধুকে সঙ্গে নিয়ে সেটে এসে হাজির হল রণবীর। প্রযোজকদের সঙ্গে কথা বলে সবটা বোঝাল। সন্ধেবেলার মধ্যে আমাকে উড়িয়ে আনা হল মুম্বই। আর তার ঠিক পরেই পাড়ি দিলাম নিউ ইয়র্কের উদ্দেশে। সত্যি বলতে কি রণবীর প্রায় জোর করেই আমাকে সেদিন প্লেনে উঠিয়েছিল। ধীরে ধীরে সত্যিটাকে মেনে নিয়েছিলাম। এন এইচ, ২৪ জুলাই.
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JNIWeU
July 24, 2019 at 09:26AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন