নয়া দিল্লী, ৩০ জুলাই - বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি শেষ হয়েছে কোচ রবি শাস্ত্রীর। কোহলি-রোহিতদের কোচ কে হবেন- এনিয়েই চলছে জল্পনা-কল্পনা। কোচ নিয়োগের আবেদন জমা দানের শেষ সময় আর একদিন বাকি! রবি শাস্ত্রীসহ পুরো স্টাফদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বিশ্বকাপের পরই। ভারতীয় ক্রিকেট বোর্ড একটু মেয়াদ বাড়ানোতে তা গিয়ে ঠেকেছে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। এর মধ্যেই নিজের পছন্দের কোচের নাম জানিয়ে দিলেন কোহলি। অনিল কুম্বলের চেয়ে রবি শাস্ত্রীকেই বেশি পছন্দ বিরাট কোহলির। কুম্বলে কোচ পদ থেকে পদত্যাগ করেছিলেন কোহলির কারণেই। তার পরে কোচ হয়ে আসা শাস্ত্রীর যখন মেয়াদ শেষের পথে, তখন আবারও তাকে কোচ হিসেবে রাখার পক্ষে ভারতীয় অধিনায়ক। কোহলি বলেন, রবি ভাইয়ের সঙ্গে আমাদের সবার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। টিমে সবাই তাকে সম্মান করে। আর গ্রুপ হিসেবে আমরা সবাই খুব ভালো করার নজিরও রেখেছি। তাই শাস্ত্রী কোচ হিসেবে ফের দায়িত্ব পালন করলে খুশি হবেন বলে জানান কোহলি, কোচ হিসেবে তিনি যদি অব্যাহত থাকেন তাহলে খুবই খুশি হবো। তবে আমি বলেছি এটা নির্ভর করছে উপদেষ্টা কমিটির ওপর। তারা যদি আমার মতামত চান, তাহলে তাই বলবো। কিন্তু এখন পর্যন্ত কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর জানিও না কী হতে যাচ্ছে এই প্রক্রিয়ায়। এন এইচ, ৩০ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ylzoB1
July 30, 2019 at 11:10AM
30 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top