লন্ডন, ২ জুলাই - আরো একটি কাঙ্ক্ষিত লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ যখন বিশ্বকাপের সেমিফাইনালের পথে পা বাড়াবে ঠিক তখনই বাধা শক্তিশালী ভারত। বাংলাদেশ কি পারবে ভারত দেয়াল টপকে সেমির পাড়ে পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি করতে নাকি এ দেয়ালেই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মনে। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন টানটান উত্তেজনা। শেষ কয়বার দুই দলের লড়াইগুলোও হয়েছে মনে রাখার মতো। সবশেষ স্বপ্নটা ছোঁ মেরে নিয়ে গিয়েছিলেন দিনেশ কার্তিক! নইলে ২০১৮ সালের মার্চের নিদাহাস ট্রফিতেই লেখা হয়ে যেত নতুন ইতিহাস। এরপর এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে তীরে গিয়ে তরী ডুবেছিল টাইগারদের। কাছে গিয়ে হারার এসব তীক্ত যন্ত্রণা নিয়ে আবারো ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বার্মিংহামের এজবাস্টনে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে উত্তেজনাকর লড়াইটি। প্রতিপক্ষ ভারত বলেই দুশ্চিন্তা বেশি। গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের বিপক্ষ হারের হতাশাই যে সাক্ষী! ২০১৮ সালে ২০ ওভারের টুর্নামেন্ট নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় শিরোপা হারায় বাংলাদেশ। একই বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। লিটন দাসের সেঞ্চুরিতে (১২১) বাংলাদেশ ২২২ রান করলে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রানের। এবারও শেষ বলে হারতে হয় টাইগারদের। সেইসব স্মৃতির পাশাপাশি আজ মাশরাফিদের টিকে থাকার লড়াইও। দুয়ে মিলে চাপটা এবার আরও বেশি টাইগারদের ওপর। কিন্তু আগের হারের কারণ ঠিক কী ছিল, ভারতের বিপক্ষে মানসিক চাপটাই কি বড় সমস্যা? মাশরাফি অবশ্য সেটা মানছেন না, না। আমার মনে হয় না। এটা আমাদের স্কিলের সমস্যা। অবশ্যই ক্রিকেট মানসিক খেলা। সব চাপ আমাদের মোকাবিলা করতে হবে, এই মানসিকতা নিয়েই খেলতে নামি। তবে অনেক সময় এটা ব্যক্তির ওপর নির্ভর করে। তবে এতটুকু নিশ্চিত, দল হিসেবে আমরা কোনও চাপে থাকি না। ভারতের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে টাইগারদের জয়ের সুখস্মৃতি সেই ২০০৭ বিশ্বকাপে। পোর্ট অব স্পেনে টেন্ডুলকার-গাঙ্গুলি-দ্রাবিড়দের শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। চারবারের সাক্ষাতে বিশ্বকাপ মঞ্চে ওটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র সাফল্য। সেই দিনটা এজবাস্টনে ফেরাটা খুব দরকার বাংলাদেশের। তাহলেই যে কেবল বেঁচে থাকবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন! এন এইচ, ২ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30cKhRV
July 02, 2019 at 07:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top