কলম্বো, ২৬ জুলাই- ভালো শুরুর রেশ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দলীয় ১০ রানে শ্রীলংকার উদ্বোধনী জুটি ভেঙে দেয়ার পর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি টাইগাররা। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে দিমুথ করুনারত্নের সঙ্গে জুটি গড়ে তোলেন কুশাল পেরেরা। এই জুটিতে তারা ৯৭ রান যোগ করেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ফিফটি তুলে নেন পেরেরা। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার অফ স্পিনে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান অধিনায়ক করুনারত্নে। তার আগে ৩৭ বলে ৩৬ রান করেন করুনাারত্নে। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ৩২ মাস পর দলে ফিরেই শুভ সূচনা এনে দেন শফিউল ইসলাম। মাশরাফি-সাকিববিহীন ম্যাচে বাংলাদেশকে শুরুতেই সাফল্য এনে দিয়েছেন ২৯ বছর বয়সী এ পেসার। শফিউলের বলে ফাস্ট স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার অভিস্কা ফার্নান্দো। ৭ রানে ফার্নান্দোর বিদায়ে দলীয় ১০ রানে উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলংকার। এমএ/ ০৪:৩৩/ ২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32SJ7wJ
July 26, 2019 at 12:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top