লন্ডন, ১৩ জুলাই- সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে নাটকীয় হারে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে ভারতের। স্বাভাবিকভাবেই সমালোচনার তীব্র রোশানলে পুড়ছেন অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। এমতাবস্থায় পরবর্তী সিরিজে কোহলিকে না খেলানোর চিন্তা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। সেখানে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা। বিশ্বকাপ পরবর্তী টিম ইন্ডিয়ার মিশন শুরু হবে ৩ আগস্ট। এদিন ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে মেন ইন ব্লুরা। আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে কোহলিকে নাও দেখা যেতে পারে। অবশ্য টানা খেলার ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দিতে পারে কর্তৃপক্ষ। ইতিমধ্যে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টেস্ট এবং টি-টোয়েন্টি ও ওয়ানডে নেতা ভেবে রেখেছে বিসিসিআই। সীমিত ওভারের ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ওপেনার রোহিত শর্মাকে। আর দীর্ঘতম সংষ্করণে দল চালাতে পারেন আজিঙ্কা রাহানে। কোহলির সঙ্গে পরবর্তী সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে জাসপ্রিত বুমরাহকেও। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নাও থাকতে পারে কোহলি ও বুমরাহ। তারা দুজন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের সতেজ ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সূত্র: যুগান্তর এমএ/ ০১:৩৩/ ১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ljis6U
July 13, 2019 at 09:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top