লন্ডন, ৩ জুলাই- এজবাস্টনে মঙ্গলবার (২ জুলাই) ছিল ভারত-বাংলাদেশ ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে ২২ গজের যুদ্ধে দুই প্রতিবেশী দেশের লড়াই দেখতে মুখিয়ে ছিল সারা বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এদিন ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষ্যটা বড় হলেও অসম্ভব ছিল না। বিশেষ করে চলতি বিশ্বকাপ আসরে আগের ৬ ম্যাচে যে দল ৩ বার পেরিয়েছে ৩০০ রানের কোটা। কিন্তু সেমিতে উঠার লড়াইয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যায় টাইগারারা। এই ম্যাচে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ ছাড়া আর কিছু ঘটেনি। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। গোটা বিশ্বকাপ জুড়েই সাকিবের আলোয় আলোকিত হয়েছিল বাংলাদেশ। কতো মাইলফলক স্পর্শ করলেন তিনি সেসব আইসিসির রেকর্ড বইয়ে থেকে যাবে অনেক দিন। এজবাস্টনে ভারতের বিপক্ষেও সাকিবের ব্যাট ছুটছে পাগলা ঘোড়ার মতো। দলের বাকিরা যখন একের পর এক নিজেকে বলি দিয়ে ফিরেছেন সাজঘরে, তখন বুক চিতিয়ে একা লড়ে গেছেন ভারতীয় বোলারদের সামনে। ৭৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে এদিও স্পর্শ করেছেন নতুন মাইলফলক। বিশ্বকাপে সাকিবই একমাত্র খেলোয়াড় যার ৫০০ বেশি রানের সঙ্গে আছে ১১টির বেশি উইকেটও। এবারের বিশ্বকাপে মোট রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মাকে পেছনে ফেলতে পারেননি কেবল ২ রানের জন্য। গত ৭ ম্যাচে একটি ৪১ রানের ইনিংস ছাড়া বাকি সব ম্যাচেই খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। ৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১, ৫১ আর ভারতের বিপক্ষে করেছেন ৬৬ রান। আগে ব্যাট করে ভারতের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী তামিম ইকবাল ও সৌম্য সরকার শুরুটা করেছিলেন দারুণ। শেষ পর্যন্ত ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার দৌড় থেমে গেছে টাইগারদের। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এই হারের মাঝেও পজেটিভ দিক খোঁজে পেয়েছেন সাকিব আল হাসান। এ প্রসঙ্গে সাকিব বলেন, এটা অবশ্যই হতাশার, ম্যাচটিতে আমরা জিততে পারিনি। তবে এর মধ্যেও কিছু পজেটিভ দিক আছে যা হয়তো এখন বলে লাভ নেই। অবশ্য এবারের বিশ্বকাপে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। কিন্তু আরো ভালো করার সুযোগ ছিল। ভারতের কাছে ম্যাচে হার নিয়ে সাকিব বলেন, এমন উইকেটে ৩০০ রানের বেশি চেজ করে জেতা খুবই কঠিন। ২৮০ রান হলে জেতা সহজ হতো। তবে শুরুর দিকে আমাদের বোলিং ভালো হয়নি, ফিল্ডিংও ভালো করতে পারিনি। ভারতীয় রোহিত শর্মার ক্যাচ মিস নিয়ে সাকিব বলেন, রোহিত শর্মার মতো বড় মাপের খেলোয়াড় একটা সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। তবে অনেক সময় এমন ক্যাচ মিস হয়ে থাকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপে শেষ ম্যাচ নিয়ে বলেন, চেষ্টা থাকবে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করতে। দলের জন্য অবদান রাখতে চাই। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RO86wi
July 03, 2019 at 09:20AM
03 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top