মুম্বাই, ৪ জুলাই- ভারতীয় অভিনেত্রী ও মডেল মল্লিকা শেরাওয়াতের পেটের ওপরে নাকি এক প্রযোজক ডিম ভাজতে চেয়েছিলেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। কপিল শর্মার শোতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। মল্লিকা বলেন, সম্প্রতি বালাজি অলটের একটি ভৌতিক কমেডি শো বু, সবকি ফাটেগি-তে অভিনয়ের জন্য শুটিং করছিলাম। সেখানেই একটি নাচের দৃশ্য শুট হচ্ছিল। এসময় প্রযোজক আমাকে দেখে স্থীর থাকতে পারছিলেন না। আমাকে তার কাছে হট মনে হচ্ছিল। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, আর থাকতে না পেরে শেষমেষ কোরিওগ্রাফারকে দিয়ে বলে পাঠান, এই গানে কি তার পেটের ওপর ডিম ভাজতে পারেন? তিনি আরও বলেন, তখন তিনি প্রযোজকের কথায় সাড়া দেননি। তার দাবি, ওই প্রযোজক এতটাই নবিশ যে কাকে কী বলতে হয়, সেটুকুও তিনি জানেন না। এ সময় এই অভিনেত্রী আরকেটি বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, অপর আরেকজন প্রযোজক তাকে বলেছিলেন, আমি অন্য রকম কিছু করতে চাই। এই নাচের স্টেপে, আপনার কোমরে আমি রুটি সেঁকবো। মল্লিকা বলেন, এই সব নানান কারণে ২০ থেকে ৩০টি ছবি তিনি ছেড়েছেন। তাতে তার কোনো খারাপ লাগা নেই। আর/০৮:১৪/০৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JlSSe6
July 04, 2019 at 10:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top