মুম্বাই, ২৬ জুলাই - বলিউড কিং শাহরুখ খানের পুরো মনোযোগ এখন পরিবার আর সন্তানদের প্রতি। সম্প্রতি বড় ছেলে আরিয়ান খান আর তিনি দ্য লায়ন কিং-এর রিমেকে আইকনিক চরিত্র সিমবা আর মুফাসাতে কণ্ঠ দিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন । তার কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলেই। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউড ইন্ডাস্ট্রিতে পা দেবেন আরিয়ান। তবে এবার সিনেমা নিয়ে নয়, অন্য এক কারণে খবরের শিরোনামে এসেছে আরিয়ান খানের নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরিয়ানের কয়েকটি ছবি। যেখানে এক তরুণীর সঙ্গে নাচতে দেখা যাচ্ছে শাহরুখপুত্রকে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে বিদেশি এই তরুণীর সঙ্গে নাকি আরিয়ানের মন দেওয়া-নেওয়া চলছে। এবাই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার আরিয়ানের প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। এমনকি তার সঙ্গে বলিউডের নবাগত অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম ছিলো বলে গুঞ্জন উঠেছিল। প্রসঙ্গত, শাহরুখ খান ও আরিয়ান খানের দ্য লায়ন কিং ১৯ জুলাই মুক্তি পেয়ে প্রথম ৫ দিনে ৩০ কোটির বেশি আয় করেছে। বলতেই হবে, শুরুটা ভালোই হলো আরিয়ানের। এন এইচ, ২৬ জুলাই.



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GqfpFZ
July 26, 2019 at 10:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top