ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগেই একটি পরিসংখ্যানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেটা হলো সেমিফাইনালে কখনও হারেনি আজেন্টিনা। ১৯২৮ অলিম্পিক গেমস ফুটবল থেকে শুরু করে ২০১৬ সালে কোপা আমেরিকা পর্যন্ত মোট ১৩টি সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা হেরেছে মাত্র একটিতে। তবে সেই পরিসংখ্যান ও ইতিহাসে যেন প্রথম কুঠারাঘাতটি করল ব্রাজিল। ১৯ মিনিটের মাথায় আর্জেন্টিার জালে বল জড়িয়ে লিড নিল দলটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিক ব্রাজিল। আজ ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের বেলো হরিজেন্তে শুরু হয়েছে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাত্র ১৯ মিনিটেই প্রথম গোল করেছে তিতের শিষ্যরা। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসের দুর্দান্ত ড্রিবলিংয়ে ছোঁয়া দিয়ে সেটিকে গোলে পরিণত করেছেন গ্র্যাব্রিয়েল হেসুস। দলের অধিনায়ক দানি দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। যিনি বল রিসিভ না করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল হেসুসের উদ্দেশ্যে। আর সে সুযোগ হাতছাড়া করেননি হেসুস। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে নীল-সাদা জার্সির দল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোল পরিশোধ করতে পারেনি লিওনেল মেসিরা। এমএ ০৭:৩৩/ ০৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RN9eQI
July 03, 2019 at 03:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন