কলকাতা, ২৪ জুলাই- বাংলা টেলিভিশনে যে কয়েকটি জুটি ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শকের স্মৃতিতে তরতাজা, তার মধ্যে অবশ্যই রয়েছে বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেনের জুটি। সাত পাকে বাঁধা-র পরে আবারও ফিরেছে এই জুটি স্টার জলসা-র ফাগুন বউ-তে। ঐন্দ্রিলার ক্ষেত্রে এটি অবশ্যই একটি মেগা কামব্যাক। বাংলা টেলিভিশনের সৌজন্যে সবাই তাঁকে চেনেন দুষ্টু নামেই ৷ একটা সময় দর্শক প্রায় ধরেই নিয়েছিলেন যে এবার হয়তো শুধু বড়পর্দাতেই কাজ করবেন ঐন্দ্রিলা, নয়তো সংসার করবেন মন দিয়ে। কিন্তু শেষমেশ তিনি ফিরেছেন তাঁর প্রাক্তন সহ-অভিনেতা ও প্রিয় বন্ধুর সঙ্গে জুটি বেঁধেই। বিক্রম ও ঐন্দ্রিলা যে বাস্তব জীবনে অত্যন্ত ভাল বন্ধু, সেটা এই দুই তারকার অনুগামীরা নিশ্চয়ই জানেন। আর অফ-স্ক্রিন এই কেমিস্ট্রিই এই জুটির সাফল্যের অন্যতম প্রধান কারণ। নায়ক-নায়িকার ভূমিকায় যাঁরা অভিনয় করছেন, তাঁদের মধ্যে যদি ভাল বন্ধুত্ব না থাকে, তবে সেটা কাজ করার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি করে। যদিও টেলিপাড়ার বহু জনপ্রিয় জুটিরই কিন্তু অফ-স্ক্রিন বেশ আদায়-কাঁচকলায় সম্পর্ক। পর্দায় তাঁদের খুনসুঁটি বা রোম্যান্সের দৃশ্য এতটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যে তাঁদের পরিচিতরাও বেশ ঘাবড়ে যান। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে সম্পর্ক ভাল থাকলে পর্দায় জুটির কেমিস্ট্রি আরও ঘন হয়। ২০১০ এ জি বাংলার সুপারহিট ধারাবাহিক সাত পাকে বাঁধা বিপুল জনপ্রিয় হয়েছিল, টিআরপির শীর্ষে থাকা ধারবাহিকটি আজও দর্শকের মন জুড়ে আছে ৷ মনে করা হচ্ছে সেই জনপ্রিয়তার রেশ ধরে রাখতেই আরও একবার বিক্রম ও ঐন্দ্রিলার উজ্জ্বল উপস্থিতি, দর্শকদের মিষ্টি মধুর কিছু মুহূর্ত উপহার দিতেই তাঁরা যেন ফিরে এসেছেন৷ স্বভাবতই প্রিয় তারকার প্রত্যাবর্তনে তাঁদের ফ্যানেরা অত্যন্ত খুশি৷ তাই বিক্রম-ঐন্দ্রিলা এইদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। তাঁদের কামব্যাক নিয়ে দর্শকও খুব উৎসাহিত। স্টার জলসা-র ফেসবুক পেজে ফাগুন বউ এর প্রথম প্রোমোটির লাইক ও শেয়ারের সংখ্যা দেখে তো অন্তত তাই মনে হয়। এবার শুধু নায়ক-নায়িকার কেমিস্ট্রি দিয়ে তো আর ধারাবাহিক হিট হবে না। গল্প এবং চিত্রনাট্যের উপর নির্ভর করবে বাকিটা। কিন্তু এছাড়াও আরও একটি বিষয় রয়েছে। গত এক বছরে দুটি পুরনো হিট জুটির প্রত্যাবর্তন ঘটেছে। রাশি-র জনপ্রিয় জুটি ফিরেছিল দেবীপক্ষ-তে এবং রাগে-অনুরাগে-র জনপ্রিয় জুটি ফিরেছে রাঙিয়ে দিয়ে যাও ধারাবাহিকে। এই কামব্যাক নিয়ে টেলিপাড়া ও দর্শক উভয় দিকেই অত্যন্ত উৎসাহ দেখা গিয়েছিল। দুর্ভাগ্যবশত দেবীপক্ষ বন্ধ হয়ে যায় চার মাসের মাথায়। শোনা যায়, টিআরপি আশানুরূপ ছিল না। প্রায় একই সমস্যা রাঙিয়ে দিয়ে যাও-এর ক্ষেত্রেও দেখা গিয়েছে। নায়ক-নায়িকার অসাধারণ অভিনয়, জমজমাট চিত্রনাট্য সত্ত্বেও টিআরপি-র দৌড়ে বেশ পিছিয়ে এই ধারাবাহিক। তবে এও শোনা গিয়েছে যে রাঙিয়ে দিয়ে যাও-এর মূল গল্পের ট্র্যাক সদ্য শুরু হয়েছিল কিন্তু ঐ যে দর্শক নেয়নি!গল্পে আরও অনেক চমক আসতে গিয়েও আসতে পারেনি। তবে আশা করা যায়, সফল হয়েছে বিক্রম-ঐন্দ্রিলা জুটির কামব্যাক। কারণ দর্শকরা এই জুটির অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ৷ ২০১৮ সালে পাঁচ মাস ধরে টানা সাফল্য। সংশ্লিষ্ট চ্যানেলে টিআরপির হিসেবে এক নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে জনপ্রিয় ধারাবাহিক ফাগুন বউ। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন স্বয়ং বিক্রম-ঐন্দ্রিলা জুটি । ইতিমধ্যেই ৪৪০ এপিসোডের দীর্ঘ পথ পেরিয়ে এসেছে এই ধারাবাহিক। এর পরেও সাফল্য এসেছে।২০১৯ সালেও ফের এক নম্বরে জায়গা করে নিয়েছে ফাগুন বউ। দর্শকদের ভালোবাসায় এই সাফল্য সম্ভব হয়েছে নিঃসন্দেহে বলা যায়। সে কারণেই দর্শকদের সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়াতেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রী। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও যে সমান জনপ্রিয়তা পেয়েছে বিক্রম-ঐন্দ্রিলা জুটি অভিনীত এই ধারাবাহিক তা বলার অপেক্ষা রাখে না ৷ মহুল-রোদ্দুর জুটি হিসেবে আগের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন তাঁরা। তবে লাবণী সরকার, শঙ্কর চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, বুলবুলি পাঁজা,নাট্যগুরু মালবিকা সেন ও ভরত কলের অভিনয়ও যথেষ্ট প্রশংসিত দর্শক মহলে। ধারবাহিকের মহুল ওরফে ঐন্দ্রিলা তো এখন তো বাংলা টেলি দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন৷ এই ধারাবাহিক অন এয়ার হওয়ার পর থেকেই টিআরপি রেটিংয়ের বিচার উপরের দিকেই রয়েছে ৷ ধারাবাহিকটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় আর প্রযোজনা করেছেন শৈবাল ব্যানার্জি এবং নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস্ লিমিটেড ৷ উল্লেখ্য,স্টার জলসায় ফাগুন বউ এখন প্রতি সোম থেকে শুক্র বাংলাদেশ সময় রাত নয়টায় প্রচারিত হয়৷ আর/০৮:১৪/২৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Sz1D8D
July 24, 2019 at 10:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন