লন্ডন, ০৬ জুলাই- পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গ্রুব পর্বে নিজেদের শেষ ম্যাচে অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। কাটার ব্যবহার করে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান ইমাম-উল-হক, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান ও মোহাম্মদ আমিরকে আউট করেন মোস্তাফিজ। শুক্রবার ইংল্যান্ডে লর্ডসে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট শিকার করে ঐতিহ্যবাহী লর্ডসের অনার্স বোর্ডে স্থান করেনেন মোস্তাফিজ। তার এমন অসাধারণ বোলিংয়ে অনুপ্রাণিত হয়ে কাটার ব্যবহার করে সফল হন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি ৯.১ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে শিকার করেন ৬ উইকেট। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে পাকিস্তান ৩১৫ রান করে টাইগাদের বিপক্ষে ৯৪ রানে জয় লাভ করে। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে শাহিন শাহ আফ্রিদি বলেন, এই পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এটা আমার, আমার পরিবার এবং পাকিস্তানের জন্য বিশেষ কিছু। উইকেট মন্থর ছিল। প্রথম ইনিংসে মোস্তাফিজ কাটার বল করে সফল হয়েছিল। তখনই ভেবেছিলাম, আমিও কাটার কাজে লাগাব। সূত্র: যুগান্তর এমএ/ ০৯:০০/ ০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XrwFFa
July 06, 2019 at 05:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top