কলম্বো, ২৮ জুলাই- শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারীরা। স্বাভাবিকভাবেই সমতায় ফিরতে মরিয়া তারা। এ লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামছে টাইগাররা। লংকানদের মোকাবেলা করতে সতীর্থদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমটি হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। তামিম বললেন, আমাদের নিজেদের দলবদ্ধ হতে হবে। এখনো দুটি ম্যাচ বাকি। আশা করছি, আমরা ভালো করতে পারব। আমাদের ১৫ জনের দল। আমি তাদের নিয়ে অনেক খুশি। সবার ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে। সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা এখনো লড়াইয়ে আছি। পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাই। নিজের পারফরম্যান্স নিয়েও খুশি হতে পারছেন না তামিম। তবে দ্রুত রানে ফিরতে চান তিনি। বললেন, আমাকে বেশ লড়াই করতে হচ্ছে। আমাকে ভালো পারফরম্যান্স করতে হবে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KaG4HH
July 28, 2019 at 05:47AM
28 Jul 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top