ঢাকা, ১২ জুলাই- বিয়ে বলে কথা, লগ্ন ফেলে তো আর বিদেশ বিভুঁইয়ে খেলতে যাওয়া যায় না। গাঁটছড়া বাঁধতে তাই ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন লিটন দাস। বাংলাদেশের হয়ে শ্রীলংকা সফরে যেতে চান না তিনি। বিশ্বকাপের আগে আশীর্বাদ করেন লিটন। ফিরে এসে বিয়ের দিনক্ষণ জানিয়েছেন তিনি। আগামী ২৮ জুলাই সাতপাকে বাঁধা পড়ছেন এ উইকেটরক্ষ-ব্যাটসম্যান। এ জন্য বোর্ডের কাছে ছুটি চেয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি। দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা। সূত্র: যুগান্তর এমএ/ ০২:১১/ ১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LR0l7U
July 12, 2019 at 10:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top