ইসলামাবাদ, ২৫ জুলাই- বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে পাকিস্তান। তার উপর ভারতের কাছে হার। সরফরাজ আহমেদকে একদমই ছাড় দিচ্ছেন না তারই দেশের সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। প্রায় প্রতিদিন পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত কেউ না কেউ সরফরাজকে আক্রমণ করেই চলেছেন। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকে অধিনায়ক সরফরাজের তীব্র সমালোচনা করে চলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরই অনেকে সরফরাজ আহমেদের অপসারণের দাবি করেছিলেন। সেই তালিকায় ছিলেন শোয়েব আখতারও। শোয়েব আখতার অনেকর মতো প্রথমেই প্রশ্ন তুলেছিলেন সরফরাজের ফিটনেস নিয়ে। আর এবার সেই শোয়েব আখতার সরাসরি জানালেন, সরফরাজের বদলে কে পাকিস্তান দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন। আসলে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আসলে সরফরাজকে আর জাতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছেন না। তবে এখনই সরফরাজকে দল থেকে বাদ দিতে চাননি আখতার। বরং উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে সরফরাজকে দলে রাখতে চেয়েছেন তিনি। পাকিস্তানের বেশ কিছু সাবেক ক্রিকেটার সরফরাজের বদলে বাবর আজমকে অধিনায়ক করার দাবি তুলেছেন। শোয়েব এক্ষেত্রে অন্য রাস্তা নিলেন। তিনি বললেন, একদিনের ও টি-২০ ক্রিকেটে আমি হ্যারিস শোহেলকে অধিনায়ক হিসাবে চাই। বাবরকে টেস্ট দলের অধিনায়ক করে দেওয়া হোক। বাবর ভাল ব্যাটসম্যান। তাকে একবার অধিনায়ক হিসাবে দেখে নেওয়া যাক! সূত্র: বাংলাদেশে প্রতিদিন আর/০৮:১৪/২৫ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30Z9Rdt
July 25, 2019 at 09:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন